IPO Application FORM: Mozaffar Hossain Spinning Mills Limited

১০/২৮/২০১৩ ১১:০৭:০০ PM |
Download IPO Application form of Mozaffar Hossain Spinning Mills Limited

Full Prospectus                                                                     Download
Summary Prospectus                                                             Download
Banker's To The Issue                                                                    Download
IPO application for Resident Bangladeshi (Word format)             Download
IPO application for Affected Small Investor (Word format)           Download
IPO application for Non-Resident Bangladeshi (Word format)       Download

IPO application for Resident Bangladeshi (PDF format)                Download
IPO application for Affected Small Investor (PDF format)             Download
IPO application for Non-Resident Bangladeshi (PDF format)         Download



Read more…

শ্যামপুর ও জিলবাংলার নো ডিভিডেন্ড ঘোষণা

১০/২২/২০১৩ ১১:৩০:০০ PM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের রাষ্ট্রায়ত্ত দুটি কোম্পানি শ্যামপুর সুগার মিলস ও জিলবাংলা সুগার মিলসের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের সভায় সোমবার এ ঘোষণা দেয়া হয়।

এদিকে ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রাষ্ট্রায়ত্ত কোম্পানি দুটি বিগত ১৪ বছর ধরে এর বিনিয়োগকারীদের কোনো রকম লভ্যাংশ প্রদান করেনি। 

জানা যায়, শ্যামপুর সুগার মিলস কোম্পানির নো ডিভিডেন্ড অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ নভেম্বর ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১২ নভেম্বর। অন্যদিকে জিলবাংলা সুগার মিলসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১২ নভেম্বর। 
Read more…

তিতাস গ্যাসের লভ্যাংশ ঘোষণা

১০/২২/২০১৩ ১১:২০:০০ PM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এর শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.৮৪ টাকা।

কোম্পানি ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য বিষয়গুলো শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, এর আগের বছর কোম্পানিটি ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার প্রদান করেছিল। ওই সময় ইপিএস দাঁড়ায় ৯.৪৬ টাকা। 
Read more…

এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কর হ্রাস সুবিধা

১০/০৯/২০১৩ ১১:২০:০০ PM |

পুঁজিবাজারকে শক্তিশালী করতে ও জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পাঁচ বছরের জন্য হ্রাসকৃত হারে আয়কর অব্যাহতি সুবিধা পাচ্ছে পুঁজিবাজারে নিবন্ধভুক্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এক্ষেত্রে কোম্পানিগুলোর আয়ের ওপর হ্রাসকৃত ১৫ শতাংশ হারে কর দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিচালনা পর্ষদের সভায় এ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পুঁজিবাজারে নিবন্ধিত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে কেবল মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর প্রযোজ্য আয়কর এসআরও জারির তারিখ থেকে পাঁচ বছরের জন্য হ্রাসকৃত ১৫ শতাংশ হারে কর দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে এসআরও জারি করার কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়।

সূত্র জানায়, এর আগে আগামী ১০ বছর সম্পদ ব্যবস্থাপনা (অ্যাসেট ম্যানেজমেন্ট) কোম্পানিগুলোর আয়ের ওপর হ্রাসকৃত ১০ শতাংশ হারে কর নির্ধারণের আবেদন জানানো হয় এনবিআরের কাছে। আবেদনে কর অব্যাহতির যুক্তি হিসেবে বলা হয়, ট্রাস্ট অ্যাক্ট ১৮৮২ অনুযায়ী মিউচ্যুয়াল ফান্ড একটি ভিন্নধর্মী বিনিয়োগ প্রতিষ্ঠান। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করে লভ্যাংশ দেয়া এ কোম্পানিগুলোর মূল লক্ষ্য। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপনায় দশমিক ৫ থেকে ১ শতাংশ হারে এককালীন ফি ও দশমিক ৯ থেকে ১ দশমিক ২ শতাংশ হারে অনুবৃত্তিমূলক ব্যবস্থাপনা ফি পেয়ে থাকে। 
Read more…

সেন্ট্রাল ফার্মার লভ্যাংশ ঘোষণা

১০/০৯/২০১৩ ১১:১১:০০ PM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৪ টাকা।
Read more…

১০/০৯/২০১৩ ১১:১১:০০ PM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৪ টাকা।
Read more…

এপেক্স স্পিনিং এবং এপেক্স ফুড এর ডিভিডেন্ড ওয়ারেন্ট বিতরন শুরু

১০/০৯/২০১৩ ১০:৫৬:০০ PM |

পুঁজিবাজারের তালিকাভুক্ত এপেক্স ফুড ও এপেক্স স্পিনিং কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তার ওয়ারেন্ট বুধবার থেকে বিতরণ শুরু হয়েছ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। 

জানা যায়, এ দুই কোম্পানির নগদ ডিভিডেন্ট ওয়ারেন্ট শেয়ারহোল্ডাররা ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত অফিস সময়ে সংগ্রহ করতে পারবে। শেয়ারহোল্ডারদের রাজধানীর গুলশানে কোম্পানির রেজিস্ট্রার্ড অফিস, ৯৯ গুলশান এভিনিউ, রূপায়ন গোল্ডেন এজ (৫ম ও ৬ষ্ঠ ফ্লোর) থেকে এ ডিভিডেন্ট ওয়ারেন্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এপেক্স ফুড: এ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ দশমিক ৫৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯০ দশমিক ৮১ টাকা।
এপেক্স স্পিনিং: এ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ দশমিক ০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৩২ টাকা।
Read more…

এসিআই'র উদ্যোগতার শেয়ার গ্রহনের ঘোষণা

১০/০৯/২০১৩ ১০:৫০:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের এসিআই লিমিটেডের উদ্যোক্তা এম আনিস উদ দৌলা তার মেয়ে মিস সুশমিতা আনিসের কাছে থেকে ১৪ লাখ ৪০ হাজার শেয়ার আগামী ৩১ অক্টোবরের মধ্যে উপহার হিসাবে গ্রহণের ঘোষণা দিয়েছেন।
Read more…

চার কার্যদিবস পর সূচকের উত্থান

১০/০৯/২০১৩ ১০:৩২:০০ PM |

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা ৪ কার্যদিবস পতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকের উত্থান প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।
 
বুধবার ডিএসইতে মোট লেনদেনে খাতভিত্তিক অবদানের মধ্যে বস্ত্রখাত প্রায় ২০ শতাংশ, ইন্স্যুরেন্স ৮ শতাংশ, প্রকৌশল ৮ শতাংশ, ওষুধ ও রসায়ন ১৪ শতাংশ, ব্যাংক প্রায় ৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ৩ শতাংশ, টেলিকমিউনিকেশন ৪ শতাংশ, জ্বালানি খাত ৮ শতাংশ এবং আর্থিক প্রতিষ্ঠান ৩ শতাংশ স্থান দখল করে আছে।
 
তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়লেও লেনদেন কমেছে। বুধবার ডিএসই মোট লেনদেন হয়েছে ২২৫ কোটি ৮৪ লাখ টাকার। গত  মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৬৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
 
অন্যদিকে, বুধবার দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন হয়েছে ২০ কোটি ৯৪ লাখ টাকার। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
 
এদিন লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক প্রায় ৩ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। ১০টা ৪০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট, ১০টা ৪৫ মিনিটে সূচক ১ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে সূচক ৩ পয়েন্ট, ১০টা ৫৫ মিনিটে সূচক ০ দশমিক ৭৮ পয়েন্ট বাড়ে। কিন্তু বেলা ১১টায় ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে। এরপর থেকে সূচক আবারও গত দিনের চেয়ে বাড়তে থাকে। দুপুর ১২টার দিকে সূচক ২০ পয়েন্ট, দুপুর ১টার দিকে ২৭ পয়েন্ট এবং লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৩ হাজার ৮২১ পয়েন্টে। এদিকে, ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৩৮৪ পয়েন্টে।
 
এদিন ডিএসইতে ১৯৩টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ১১ পয়েন্ট। লেনদেন হয়েছে ২২৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ১৯৩টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠা-নামা করে- আরগন ডেনিমস, স্কয়ার ফার্মা, এনভয় টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, জেএমআই সিরিঞ্জ, বাংলাদেশ সাবমিরন কেবল, মেঘনা সিমেন্ট, সিএমসি কামাল এবং গ্রামীণ ফোন।
 
অন্যদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৪২ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪৬৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৭২ পয়েন্ট কমে ৯ হাজার ৮২৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮২৩ পয়েন্টে অবস্থান করে।
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ২৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
Read more…

ফাইন ফুডসের বোর্ড সভা বৃহস্পতিবার

১০/০৯/২০১৩ ১০:২৬:০০ PM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ফাইন ফুডস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামীকাল ১০ অক্টোবর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, এ দিন প্রতিষ্ঠানটি বোর্ড সভা বিকাল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিলো।


খাদ্য ও আনুষঙ্গিক খাতের এ প্রতিষ্ঠানটির ২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১ শত কোটি এবং ১২ কোটি ৮০ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট ১২৭৮৪৪০৫টি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৯.৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১.৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮৯.৩৪ শতাংশ শেয়ার।
Read more…

‘বি’ ক্যাটাগরিতে উঠেছে পদ্মা ইসলামী লাইফ

১০/০৯/২০১৩ ১০:১৯:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিবর্তন হয়ে ‘বি’ ক্যাটাগরিতে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ লভ্যাংশ প্রদান করায় প্রতিষ্ঠানটি ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উঠে এসেছে।


আগামীকাল ১০ অক্টোবর, বৃহস্পতিবার থেকে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম ‘বি’ ক্যাটাগরিতে হবে।
Read more…

IPO: Mozaffar Hossain Spinning Mills Ltd.

১০/০৯/২০১৩ ১২:৩৭:০০ AM |



Mozaffar Hossain Spinning Mills Ltd.
(As per abridged version of Prospectus)


Subscription Open
November 03, 2013
Subscription Close
November 07, 2013
Subscription period for NRB
November 03, 2013 to November 16, 2013
Authorized Capital
Tk. 1,000,000,000.00
Pre IPO paidup Capital
Tk. 349,750,000.00
IPO size in shares
27,500,000
IPO size in Tk. at face value
Tk. 275,000,000.00
IPO size in Tk. at offer price
Tk. 275,000,000.00
Post IPO Paidup Capital
Tk. 624,750,000.00
Face Value per share
Tk. 10.00
Offer Price per share
Tk. 10.00
Market Lot (Shares)
500
NAV per share
Tk. 19.56 as on December 31, 2012
EPS
Tk. 2.78 for the year ended on June 30, 2012 and the same Tk. 0.73 for the period ended on December 31, 2012
Issue Manager
Alpha Capital Management Limited
Co-Issue Manager
AFC Capital Limited
Auditors
AHMED ZAKER & CO.
Website
Nature of Business
Mozaffar Hossain Spinning Mills Limited runs the business of 100% export oriented woven bricks fabrics cotton yarn.
Major Product
The single product that MHSML produces is yarn which is marketed in the foreign and local markets.
Use of IPO Proceeds
Proceeds from IPO of Tk. 261,495,000 will be utilized to Pay-off Bank Loan and to meet IPO Cost of Tk. 13,505,000.


Download IPO Application form of Mozaffar Hossain Spinning Mills Limited

Full Prospectus                                                                     Download
Summary Prospectus                                                             Download
Banker's To The Issue                                                                    Download
IPO application for Resident Bangladeshi (Word format)             Download
IPO application for Affected Small Investor (Word format)           Download
IPO application for Non-Resident Bangladeshi (Word format)       Download

IPO application for Resident Bangladeshi (PDF format)                Download
IPO application for Affected Small Investor (PDF format)             Download
IPO application for Non-Resident Bangladeshi (PDF format)         Download
Read more…

ওয়ান ব্যাংকের সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন

১০/০৮/২০১৩ ১১:০৬:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ওয়ান ব্যাংকের সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। 

মঙ্গলবার বিএসইসি’র ৪৯৭তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। 
 
বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়ান ব্যাংক ২২০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড ছাড়বে। এর মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ৭ বছর।



প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বর্তমান শেয়ারহোল্ডার ব্যতিত করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং উচ্চ আয়কারী ব্যক্তিই শুধুমাত্র এ বন্ডটি কিনতে পারবে। 
উল্লেখ্য, অফার ডকুমেন্ট অনুযায়ী এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ওয়ান ব্যাংক লিমিটেড টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালীকরণ কাজে ব্যয় করবে। প্রতিটি সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড এর অভিহিত মূল্য ১০ লাখ টাকা। ৬ মাসের গড় এফডিআর হার এর সঙ্গে ৩ শতাংশ যোগে এই বন্ডের কুপন রেট হবে ।
Read more…

উভয় স্টক এক্সচেঞ্জকে শর্টসেল বন্ধ করার নির্দেশ দিল বিএসইসি

১০/০৮/২০১৩ ১১:০৪:০০ PM |
স্টক এক্সচেঞ্জের সদস্য স্টক ব্রোকাররা যাতে শর্টসেল কার্যক্রম থেকে বিরত থাকে সে বিষয়ে উভয় স্টক এক্সচেঞ্জকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৪৯৭তম সভায় এ অনুমোদন দেয় কমিশন।

কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনে স্থাপিত ইনস্টেন্টওয়াচ মার্কেট সার্ভিলেন্স সিস্টেমের (এমএসএস) মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক শর্টসেল এলার্ট পরিলক্ষিত হওয়ায় কমিশন উভয় স্টক এক্সচেঞ্জকে এ নির্দেশনা দিয়েছে।
 
আরও জানানো হয়, কমিশনে সম্প্রতি স্থাপিত তাৎক্ষণিক বাজার পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে চিটাগাং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য স্টক  ব্র্রোকার হিলসিটি সিকিউরিটিজ লিমিটেড গত ১৫ মে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেডের ৫ হাজার  শেয়ার শর্টসেল করায় কমিশনের সার্ভিল্যান্স বিভাগ বিষয়টি এনফোর্সমেন্ট বিভাগে অবহিত করে। পরে কমিশন বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা শেষে সিএসইর শর্টসেল বিধিমালা, ২০০৫ ভঙ্গ এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক  ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ১১ ভঙ্গের জন্য হিলসিটি সিকিউরিটিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে। 
Read more…

স্টক এক্সচেঞ্জের অন্তবর্তী পরিচালনা পর্ষদ গঠনে আইনিজটিলতা

১০/০৮/২০১৩ ১০:৩৭:০০ PM |

স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা করতে অন্তবর্তীকালীন সময়ের পরিচালনা পর্ষদ গঠন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তবে ডিমিউচ্যুয়ালাইজেশন অ্যাক্টের কয়েকটি ধারা একটির সঙ্গে আরেকটির সংষর্ঘ দেখা দিয়েছে। এতে বোর্ড গঠনের বিষয়টি জটিলতা দেখা দিয়েছে। তবে আইন অনুসারে কোন ধারায় যদি ভিন্নমত বা অস্পষ্টতা দেখা দেয় তাহলে মন্ত্রণালয়ের পরামর্শে তা স্পষ্টীকরণ করতে হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে কমিশন অর্থ মন্ত্রণালয়ের কাছে আইনী ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে অর্থ মন্ত্রণালয়। বিএসইসি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা পাওয়ার পর স্টক এক্সচেঞ্জকে নির্দেশনা দেওয়া হবে।

এর আগে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বিএসইসির কাছে প্রথম পরিচালনা পর্ষদ হিসেবে বর্তমান পরিচালনা পর্ষদকে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছিল। কিন্তু কমিশন তা খারিজ করেছে। বিএসইসি বলছে, প্রথম পরিচালনা পর্ষদ বিষয়ে স্টক এক্সচেঞ্জের প্রস্তাব খারিজ হওয়ায় অনুমোদিত ডিমিউচ্যুয়ালাইজেশন (বিন্যাস্তকরণ) স্কিমে পরিচালনা পর্ষদের কাঠামো অনুযায়ী অন্তবর্তী পর্ষদ বা প্রথম পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।

ফলে বিদ্যমান নির্বাচিত ১২ জনের মধ্যে ৮জনকে সরে দাঁড়াতে হবে। একইভাবে মনোনীতি ১২ জন থেকে ৫জন পরিচালককে বাদ পড়তে হবে। এতে স্টক এক্সচেঞ্জ সমস্যায় পড়েছে। কারণ কাকে বোর্ডে রাখবে আর কাকে বাদ দেবেন।

এরআগে উভয় স্টক এক্সচেঞ্জের জমা দেওয়া স্কীম গত ২৬ সেপ্টম্বর ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩ এর ৬(১) ধারা অনুযায়ী সংশোধনীসহ স্কিম অনুমোদন করেছে কমিশন। এ আইনে দাখিলকৃত স্কিম ও তথ্যাদির মধ্যে অসম্পূর্ণতা থাকলে তা দূর করার জন্য কমিশন নির্দেশনা দিতে পারে। 
পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে ডিএসই বলছে, অনুমোদিত স্কিমে কোনো নিদের্শনা না দিয়ে প্রথম পরিচালনা পর্ষদ বিষয়ে শুধু আইন অনুসরণ করতে বলা হয়েছে। এজন্য স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সভায় বর্তমান বোর্ডকে অন্তবর্তীকালীন বোর্ড হিসেবে অনুমোদন দিয়েছে। তবে বিএসইসি তা মানতে নারাজ।

তবে অন্তবর্তীকালীন সময়ের বোর্ড স্কিম, সংঘ স্মারক ও সংঘবিধি ২৯ অক্টোবরের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ।

জানা গেছে, অনুমোদিত স্কিমে কোনো নির্দেশনা না দিলেও কমিশন চায় ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিমে পরিচালনা পর্ষদের কাঠামো অনুযায়ী অন্তববর্তী পর্ষদ গঠন করা হোক। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের মধ্য থেকে কারা অন্তবর্তী পর্ষদে থাকবেন, সে বিষয়ে স্টক এক্সচেঞ্জের বর্তমান পর্ষদকেই সিদ্ধান্ত নিতে হবে। আর বর্তমান পর্ষদ যদি সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন দিকনির্দেশনা দিতে পারে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে পরামর্শ না দিলেও মন্ত্রণালয় কমিশনের সিদ্ধান্তের সঙ্গে একমত বলে জানা গেছে। এটি হলে একজন স্বতন্ত্র পরিচালককে চেয়ারম্যান করে স্টক এক্সচেঞ্জকে ১২ সদস্যের প্রথম পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। ওই পর্ষদ ডিমিউচ্যুয়ালাইজড স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠানের আগ পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।

গত ২৬ সেপ্টেম্বর অনুমোদিত ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম অনুসারে স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ হবে ১৩ সদস্যের। স্টক এক্সচেঞ্জের পরিচালনা পরিষদের চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্য স্বতন্ত্র পরিচালক হবেন। অনুমোদিত স্কিম অনুযায়ী পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক সাতজন ও স্ট্র্যাটেজিক পার্টনারসহ (কৌশলগত বিনিয়োগকারী) শেয়ারহোল্ডার পাঁচজন থাকবেন। তবে যত দিন পর্যন্ত স্ট্র্যাটেজিক শেয়ারহোল্ডার নির্বাচিত না হবেন, তত দিন পর্যন্ত এ পদ শূন্য থাকবে। স্কিমে উল্লে�খিত নিয়মানুযায়ী যোগ্যতার ভিত্তিতে স্বতন্ত্র পরিচালক নিযুক্ত হবেন। স্বতন্ত্র পরিচালকদের মেয়াদ তিন বছর হবে। তবে কোম্পানি আইন অনুযায়ী প্রতি বছর একটি উল্লে�খযোগ্য সংখ্যক পরিচালক অবসরে যাওয়ার বিধান রাখা হয়েছে। এছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তা পদাধিকার বলে পরিচালনা পর্ষদে থাকবেন এবং ভোটাধিকার পাবেন। - See more at: http://www.sharenews24.com/index.php?page=details&nc=02&news_id=30612#sthash.Fp9IN4su.dpuf
Read more…

এএফসি এ্যাগ্রো বায়োটেকের আইপিও অনুমোদন

১০/০৮/২০১৩ ১০:২৬:০০ PM |

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) এএফসি এ্যাগ্রো বায়োটেক লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে। মঙ্গলবার কমিশনের ৪৯৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়ে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এএফসি এ্যাগ্রো বায়োটেক শেয়ারবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০টায়। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি মেশিনারীজ ক্রয় এবং আইপিও খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৩ অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১.১০ টাকা।

এ প্রতিষ্ঠানের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইমপেরিয়্যাল ক্যাপিটাল লিমিটেড এবং সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। 
Read more…

ডিএসই থেকে সরকারের রাজস্ব বেড়েছে

১০/০৮/২০১৩ ১০:১৮:০০ PM |

 চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে। 

সেপ্টেম্বরে ডিএসই থেকে সরকার ১৪ কোটি ৪২ লাখ ৮১ হাজার টাকা রাজস্ব পেয়েছে। এর আগের মাসে অর্থাৎ আগস্টে ডিএসই থেকে সরকার রাজস্ব পেয়েছিল ১১ কোটি ২৩ লাখ টাকা। 

সুতরাং সেপ্টেম্বরে আগস্ট মাসের চেয়ে ডিএসই থেকে সরকার ৩ কোটি ১৯ লাখ টাকা বেশি রাজস্ব পেয়েছে। তবে ২০১২ সালের সেপ্টেম্বর মাসের তুলনায় রাজস্ব আদায় কমেছে প্রায় ১৩ কোটি টাকা।
 
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসইর জমা দেওয়া রাজস্ব দুই খাত থেকে সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৯৮৪ সালের ৫৩ বিবিবি’র ধারা অনুযায়ী ডিএসইর সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ১০ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার টাকা এবং ১৯৮৪ সালের ৫৩ এম ধারা অনুযায়ী উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ৪ কোটি ৯ লাখ ৩৬ হাজার টাকা আদায় হয়েছে।
 
ডিএসইর সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ডিএসই জানুয়ারি মাসে ৩ কোটি ৮৯ লাখ, ফেব্রুয়ারি মাসে ৭ কোটি ২১ লাখ, মার্চ মাসে ৩ কোটি ৩৩ লাখ, এপ্রিল মাসে ৩ কোটি ৩৩ লাখ, মে মাসে ৬ কোটি, জুন মাসে ১৩ কোটি ২৩ লাখ, জুলাই মাসে ৪ কোটি ৫ লাখ টাকা রাজস্ব আদায় করে ঢাকা কর অঞ্চল-৭ এ জমা দিয়েছে।
 
অন্যদিকে, উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ডিএসই গত জানুয়ারি মাসে ২১ লাখ ৮৫ হাজার, ফেব্রুয়ারি মাসে ৮১ লাখ ৩২ হাজার, মার্চ মাসে ১ কোটি ২০ লাখ, এপ্রিল মাসে ৭৫ লাখ ৯৭ হাজার, মে মাসে ৩ কোটি ৫৪ লাখ, জুন মাসে ৩ কোটি ১৯ এবং জুলাই মাসে মোট ১২ কোটি ৩২ লাখ টাকা আদায় করে ঢাকা কর অঞ্চল-৩ এ জমা দিয়েছে।
Read more…

মুনাফা বেড়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের

১০/০৮/২০১৩ ১০:১৪:০০ PM |
সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া বাংলাদেশ বিল্ডিং সিস্টেম কোম্পানির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি- মার্চ ২০১৩) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। 

প্রতিবেদন অনুযায়ী কোম্পানির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
বাংলাদেশ বিল্ডিং সিস্টেম কোম্পানির ২০১৩ সালের ৩১ মার্চ সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০১৩) কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ২০ লাখ ১০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ০ দশমিক ৪৪ টাকা।
 
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৮৪ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০ দশমিক ২৮ টাকা।
 
সুতরাং গত বছরের তুলনায় চলতি বছরে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম কোম্পানির মুনাফা বেড়েছে ১ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা।
 
উল্লেখ্য, বেসিক ইপিএস হিসাব করা হয়েছে আইপিও পূর্ব শেয়ারের ভিত্তিতে। এ ক্ষেত্রে ২০১২ সালের জন্য ৩ কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৪৬২টি শেয়ারের বিপরীতে এবং ২০১৩ সালের জন্য ৫ কোটি শেয়ারের বিপরীতে ইপিএস হিসাব করা হয়েছে। 

তবে আইপিও পরবর্তী ৬ কোটি ৪০ লাখ শেয়ারের হিসাবে তৃতীয় প্রান্তিকে এ কোম্পানির বেসিক ইপিএস হবে ০ দশমিক ৩৪ টাকা।
 
অন্যদিকে, গত ৯ মাসে (জুলাই ২০১২- মার্চ ২০১৩) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬ কোটি ৫ লাখ, শেয়ার প্রতি (ইপিএস) আয় হয়েছে ১ দশমিক ২১ টাকা।
 
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৩ কোটি ১০ হাজার, শেয়ার প্রতি (ইপিএস) আয় হয়েছিল ১ দশমিক ৭৬ টাকা।
Read more…

ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে নতুন কমার্শিয়াল পেপার

১০/০৮/২০১৩ ১০:০৮:০০ PM |
দেশের শীর্ষ স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের জন্য কমার্শিয়াল পেপারের (সিপি) ব্যবস্থা করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

পেপারগুলো এসিআই গ্রাহকদের অনুকূলে ইস্যু করা হয়েছে। সম্প্রতি, রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরি।

এ ছাড়াও এতে উপস্থিত ছিলেন এসিআই’র ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, ইবিএল এমডি ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, মিডল্যান্ড ব্যাংকের এমডি এ কে এম শহিদুল হক, কনফিডেন্স স্টিল লিমিটেডের এমডি ইমরান করিম, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি ওয়াকার এ. চৌধুরী, টেকনো ভেনচার লিমিটেডের পরিচালক মির্জা গোলাম ইরফান প্রমুখ।
ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরি এসিআই-ইবিএল’র নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আর্থিক বাজারের উন্নয়নে কমার্শিয়াল পেপারের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ রকম উদ্যোগ সংশ্লিষ্টদের বিকল্প খাতে বিনিয়োগে আগ্রহী করে তুলবে।’

আলী রেজা ইফতেখার জানান, ইবিএল দেশের আর্থিক বাজার উন্নয়নের স্বার্থে নতুন নতুন সেবা উদ্ভাবন প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বাংলাদেশের আর্থিক বাজারে কমার্শিয়াল পেপার নতুন হলেও আর্থিক ইন্সট্রুমেন্ট হিসেবে বিশ্বব্যাপী অনেক আগেই বহুল প্রচলিত। 
Read more…

আমরা টেকনোলজির লভ্যাংশ ঘোষণা

১০/০৭/২০১৩ ১০:২২:০০ PM |

কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ।
 
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর সকাল ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ নভেম্বর।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ দশমিক ৪৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ দশমিক ৯০ টাকা।
 
গত বছর এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছিল ১ দশমিক ১৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছিল ২৪ দশমিক ৫৩ টাকা।
Read more…

১২ কোম্পানির শেয়ার দর তদন্তে ডিএসই

১০/০৭/২০১৩ ১০:১৯:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণ খতিয়ে দেখার কার্যক্রম শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইকে এ ১২ কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ দিয়েছিল।
 
রোববার থেকে ডিএসইর মনিটরিং বিভাগ এ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।
 
তদন্ত প্রতিবেদন আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অর্থাৎ আগামী ২০ অক্টোবরের মধ্যে জমা দিতে ডিএসইকে নির্দেশ দিয়েছে বিএসইসি।
 
কোম্পানিগুলো হলো: লিগাসি ফুটওয়্যার, দেশ গার্মেন্টস, বিডি অটোকারস, রহিমা ফুড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, মুন্নু স্টাফলার্স, মডার্ন ডাইং, আনোয়ার গ্যালভানাইজিং, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস, ইনটেক অনলাইন এবং আলহাজ্ব টেক্সটাইল।
Read more…

২১০০% ডিভিডেন্ড ঘোষণা করেছে ডেল্টালাইফ

১০/০৬/২০১৩ ১০:৩৮:০০ PM |

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২০১২ সালে সমাপ্ত অর্থবছরের জন্য ২১শ (২১০০) শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছে। অর্থাৎ এ কোম্পানির শেয়ারহোল্ডারা একটি সাধারণ শেয়ারের বিপরীতে ২১টি করে বোনাস শেয়ার পাবেন।
 
শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
 
বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিগত আট বছরের মধ্যে অর্থাৎ ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সাত বছরে শেয়ারহোল্ডাদের জন্য নো ডিভিডেন্ট ঘোষণা করেছে কোম্পানিটি। তবে ২০১২ সালে সমাপ্ত অর্থবছরের জন্য ২১শ (২১০০) শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
 
এ জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ অক্টোবর।
 
উল্লেখ্য, বিমা খাতের এ প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ৫শ কোটি এবং পরিশোধিত মূলধন ৪ কোটি ৫০ লাখ টাকা।
Read more…

আইসিবি'র লভ্যাংশ ঘোষণা

১০/০৬/২০১৩ ১০:০৪:০০ PM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।


কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
 
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোটেল পূর্বানীর জলসাঘরে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ অক্টোবর।
 
আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৭৬ কোটি ৪২ লাখ টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৯ দশমিক ২৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬০৭ দশমিক ৭৪ টাকা।
 
গত বছর এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছিল ৪৬২ কোটি ৫৯ লাখ টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছিল ১০৯ দশমিক ৬৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছিল ৬১৫ দশমিক ৯৯ টাকা।
Read more…

IPO RESULT: Paramount Textiles Limited

১০/০৪/২০১৩ ১২:১৬:০০ AM |
Read more…

ADS