মুনাফা বেড়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩
সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া বাংলাদেশ বিল্ডিং সিস্টেম কোম্পানির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি- মার্চ ২০১৩) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী কোম্পানির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেম কোম্পানির ২০১৩ সালের ৩১ মার্চ সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০১৩) কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ২০ লাখ ১০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ০ দশমিক ৪৪ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৮৪ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০ দশমিক ২৮ টাকা।
সুতরাং গত বছরের তুলনায় চলতি বছরে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম কোম্পানির মুনাফা বেড়েছে ১ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা।
উল্লেখ্য, বেসিক ইপিএস হিসাব করা হয়েছে আইপিও পূর্ব শেয়ারের ভিত্তিতে। এ ক্ষেত্রে ২০১২ সালের জন্য ৩ কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৪৬২টি শেয়ারের বিপরীতে এবং ২০১৩ সালের জন্য ৫ কোটি শেয়ারের বিপরীতে ইপিএস হিসাব করা হয়েছে।
তবে আইপিও পরবর্তী ৬ কোটি ৪০ লাখ শেয়ারের হিসাবে তৃতীয় প্রান্তিকে এ কোম্পানির বেসিক ইপিএস হবে ০ দশমিক ৩৪ টাকা।
অন্যদিকে, গত ৯ মাসে (জুলাই ২০১২- মার্চ ২০১৩) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬ কোটি ৫ লাখ, শেয়ার প্রতি (ইপিএস) আয় হয়েছে ১ দশমিক ২১ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৩ কোটি ১০ হাজার, শেয়ার প্রতি (ইপিএস) আয় হয়েছিল ১ দশমিক ৭৬ টাকা।
Tags:
Company News,
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন