চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে।
সেপ্টেম্বরে ডিএসই থেকে সরকার ১৪ কোটি ৪২ লাখ ৮১ হাজার টাকা রাজস্ব পেয়েছে। এর আগের মাসে অর্থাৎ আগস্টে ডিএসই থেকে সরকার রাজস্ব পেয়েছিল ১১ কোটি ২৩ লাখ টাকা।
সুতরাং সেপ্টেম্বরে আগস্ট মাসের চেয়ে ডিএসই থেকে সরকার ৩ কোটি ১৯ লাখ টাকা বেশি রাজস্ব পেয়েছে। তবে ২০১২ সালের সেপ্টেম্বর মাসের তুলনায় রাজস্ব আদায় কমেছে প্রায় ১৩ কোটি টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসইর জমা দেওয়া রাজস্ব দুই খাত থেকে সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৯৮৪ সালের ৫৩ বিবিবি’র ধারা অনুযায়ী ডিএসইর সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ১০ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার টাকা এবং ১৯৮৪ সালের ৫৩ এম ধারা অনুযায়ী উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ৪ কোটি ৯ লাখ ৩৬ হাজার টাকা আদায় হয়েছে।
ডিএসইর সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ডিএসই জানুয়ারি মাসে ৩ কোটি ৮৯ লাখ, ফেব্রুয়ারি মাসে ৭ কোটি ২১ লাখ, মার্চ মাসে ৩ কোটি ৩৩ লাখ, এপ্রিল মাসে ৩ কোটি ৩৩ লাখ, মে মাসে ৬ কোটি, জুন মাসে ১৩ কোটি ২৩ লাখ, জুলাই মাসে ৪ কোটি ৫ লাখ টাকা রাজস্ব আদায় করে ঢাকা কর অঞ্চল-৭ এ জমা দিয়েছে।
অন্যদিকে, উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ডিএসই গত জানুয়ারি মাসে ২১ লাখ ৮৫ হাজার, ফেব্রুয়ারি মাসে ৮১ লাখ ৩২ হাজার, মার্চ মাসে ১ কোটি ২০ লাখ, এপ্রিল মাসে ৭৫ লাখ ৯৭ হাজার, মে মাসে ৩ কোটি ৫৪ লাখ, জুন মাসে ৩ কোটি ১৯ এবং জুলাই মাসে মোট ১২ কোটি ৩২ লাখ টাকা আদায় করে ঢাকা কর অঞ্চল-৩ এ জমা দিয়েছে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন