ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে নতুন কমার্শিয়াল পেপার
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩
দেশের শীর্ষ স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের জন্য কমার্শিয়াল পেপারের (সিপি) ব্যবস্থা করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।
পেপারগুলো এসিআই গ্রাহকদের অনুকূলে ইস্যু করা হয়েছে। সম্প্রতি, রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরি।
এ ছাড়াও এতে উপস্থিত ছিলেন এসিআই’র ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, ইবিএল এমডি ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, মিডল্যান্ড ব্যাংকের এমডি এ কে এম শহিদুল হক, কনফিডেন্স স্টিল লিমিটেডের এমডি ইমরান করিম, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি ওয়াকার এ. চৌধুরী, টেকনো ভেনচার লিমিটেডের পরিচালক মির্জা গোলাম ইরফান প্রমুখ।
ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরি এসিআই-ইবিএল’র নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আর্থিক বাজারের উন্নয়নে কমার্শিয়াল পেপারের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ রকম উদ্যোগ সংশ্লিষ্টদের বিকল্প খাতে বিনিয়োগে আগ্রহী করে তুলবে।’
আলী রেজা ইফতেখার জানান, ইবিএল দেশের আর্থিক বাজার উন্নয়নের স্বার্থে নতুন নতুন সেবা উদ্ভাবন প্রচেষ্টা অব্যাহত রাখবে।
বাংলাদেশের আর্থিক বাজারে কমার্শিয়াল পেপার নতুন হলেও আর্থিক ইন্সট্রুমেন্ট হিসেবে বিশ্বব্যাপী অনেক আগেই বহুল প্রচলিত।
Tags:
Bank News,
Business News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন