পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২০১২ সালে সমাপ্ত অর্থবছরের জন্য ২১শ (২১০০) শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছে। অর্থাৎ এ কোম্পানির শেয়ারহোল্ডারা একটি সাধারণ শেয়ারের বিপরীতে ২১টি করে বোনাস শেয়ার পাবেন।
শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিগত আট বছরের মধ্যে অর্থাৎ ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সাত বছরে শেয়ারহোল্ডাদের জন্য নো ডিভিডেন্ট ঘোষণা করেছে কোম্পানিটি। তবে ২০১২ সালে সমাপ্ত অর্থবছরের জন্য ২১শ (২১০০) শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
এ জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ অক্টোবর।
উল্লেখ্য, বিমা খাতের এ প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ৫শ কোটি এবং পরিশোধিত মূলধন ৪ কোটি ৫০ লাখ টাকা।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন