ওয়ান ব্যাংকের সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ওয়ান ব্যাংকের সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসি’র ৪৯৭তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়ান ব্যাংক ২২০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড ছাড়বে। এর মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ৭ বছর।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বর্তমান শেয়ারহোল্ডার ব্যতিত করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং উচ্চ আয়কারী ব্যক্তিই শুধুমাত্র এ বন্ডটি কিনতে পারবে।
উল্লেখ্য, অফার ডকুমেন্ট অনুযায়ী এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ওয়ান ব্যাংক লিমিটেড টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালীকরণ কাজে ব্যয় করবে। প্রতিটি সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড এর অভিহিত মূল্য ১০ লাখ টাকা। ৬ মাসের গড় এফডিআর হার এর সঙ্গে ৩ শতাংশ যোগে এই বন্ডের কুপন রেট হবে ।
Tags:
Bank News,
Company News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন