উভয় স্টক এক্সচেঞ্জকে শর্টসেল বন্ধ করার নির্দেশ দিল বিএসইসি
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩
স্টক এক্সচেঞ্জের সদস্য স্টক ব্রোকাররা যাতে শর্টসেল কার্যক্রম থেকে বিরত থাকে সে বিষয়ে উভয় স্টক এক্সচেঞ্জকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৪৯৭তম সভায় এ অনুমোদন দেয় কমিশন।
কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনে স্থাপিত ইনস্টেন্টওয়াচ মার্কেট সার্ভিলেন্স সিস্টেমের (এমএসএস) মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক শর্টসেল এলার্ট পরিলক্ষিত হওয়ায় কমিশন উভয় স্টক এক্সচেঞ্জকে এ নির্দেশনা দিয়েছে।
আরও জানানো হয়, কমিশনে সম্প্রতি স্থাপিত তাৎক্ষণিক বাজার পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে চিটাগাং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য স্টক ব্র্রোকার হিলসিটি সিকিউরিটিজ লিমিটেড গত ১৫ মে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেডের ৫ হাজার শেয়ার শর্টসেল করায় কমিশনের সার্ভিল্যান্স বিভাগ বিষয়টি এনফোর্সমেন্ট বিভাগে অবহিত করে। পরে কমিশন বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা শেষে সিএসইর শর্টসেল বিধিমালা, ২০০৫ ভঙ্গ এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ১১ ভঙ্গের জন্য হিলসিটি সিকিউরিটিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে।
Tags:
All,
BSEC,
CSE,
DSE
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন