পুঁজিবাজারকে শক্তিশালী করতে ও জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পাঁচ বছরের জন্য হ্রাসকৃত হারে আয়কর অব্যাহতি সুবিধা পাচ্ছে পুঁজিবাজারে নিবন্ধভুক্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এক্ষেত্রে কোম্পানিগুলোর আয়ের ওপর হ্রাসকৃত ১৫ শতাংশ হারে কর দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিচালনা পর্ষদের সভায় এ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, পুঁজিবাজারে নিবন্ধিত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে কেবল মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর প্রযোজ্য আয়কর এসআরও জারির তারিখ থেকে পাঁচ বছরের জন্য হ্রাসকৃত ১৫ শতাংশ হারে কর দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে এসআরও জারি করার কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়।
সূত্র জানায়, এর আগে আগামী ১০ বছর সম্পদ ব্যবস্থাপনা (অ্যাসেট ম্যানেজমেন্ট) কোম্পানিগুলোর আয়ের ওপর হ্রাসকৃত ১০ শতাংশ হারে কর নির্ধারণের আবেদন জানানো হয় এনবিআরের কাছে। আবেদনে কর অব্যাহতির যুক্তি হিসেবে বলা হয়, ট্রাস্ট অ্যাক্ট ১৮৮২ অনুযায়ী মিউচ্যুয়াল ফান্ড একটি ভিন্নধর্মী বিনিয়োগ প্রতিষ্ঠান। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করে লভ্যাংশ দেয়া এ কোম্পানিগুলোর মূল লক্ষ্য। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপনায় দশমিক ৫ থেকে ১ শতাংশ হারে এককালীন ফি ও দশমিক ৯ থেকে ১ দশমিক ২ শতাংশ হারে অনুবৃত্তিমূলক ব্যবস্থাপনা ফি পেয়ে থাকে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন