তিতাস গ্যাসের লভ্যাংশ ঘোষণা
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এর শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.৮৪ টাকা।
কোম্পানি ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য বিষয়গুলো শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগের বছর কোম্পানিটি ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার প্রদান করেছিল। ওই সময় ইপিএস দাঁড়ায় ৯.৪৬ টাকা।
Tags:
All,
Dividend,
Power and Fuel
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন