শ্যামপুর ও জিলবাংলার নো ডিভিডেন্ড ঘোষণা
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের রাষ্ট্রায়ত্ত দুটি কোম্পানি শ্যামপুর সুগার মিলস ও জিলবাংলা সুগার মিলসের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের সভায় সোমবার এ ঘোষণা দেয়া হয়।
এদিকে ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রাষ্ট্রায়ত্ত কোম্পানি দুটি বিগত ১৪ বছর ধরে এর বিনিয়োগকারীদের কোনো রকম লভ্যাংশ প্রদান করেনি।
জানা যায়, শ্যামপুর সুগার মিলস কোম্পানির নো ডিভিডেন্ড অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ নভেম্বর ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১২ নভেম্বর। অন্যদিকে জিলবাংলা সুগার মিলসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১২ নভেম্বর।
Tags:
All,
Dividend
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন