দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা ৪ কার্যদিবস পতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকের উত্থান প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।
বুধবার ডিএসইতে মোট লেনদেনে খাতভিত্তিক অবদানের মধ্যে বস্ত্রখাত প্রায় ২০ শতাংশ, ইন্স্যুরেন্স ৮ শতাংশ, প্রকৌশল ৮ শতাংশ, ওষুধ ও রসায়ন ১৪ শতাংশ, ব্যাংক প্রায় ৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ৩ শতাংশ, টেলিকমিউনিকেশন ৪ শতাংশ, জ্বালানি খাত ৮ শতাংশ এবং আর্থিক প্রতিষ্ঠান ৩ শতাংশ স্থান দখল করে আছে।
তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়লেও লেনদেন কমেছে। বুধবার ডিএসই মোট লেনদেন হয়েছে ২২৫ কোটি ৮৪ লাখ টাকার। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৬৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
অন্যদিকে, বুধবার দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন হয়েছে ২০ কোটি ৯৪ লাখ টাকার। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
এদিন লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক প্রায় ৩ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। ১০টা ৪০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট, ১০টা ৪৫ মিনিটে সূচক ১ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে সূচক ৩ পয়েন্ট, ১০টা ৫৫ মিনিটে সূচক ০ দশমিক ৭৮ পয়েন্ট বাড়ে। কিন্তু বেলা ১১টায় ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে। এরপর থেকে সূচক আবারও গত দিনের চেয়ে বাড়তে থাকে। দুপুর ১২টার দিকে সূচক ২০ পয়েন্ট, দুপুর ১টার দিকে ২৭ পয়েন্ট এবং লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৩ হাজার ৮২১ পয়েন্টে। এদিকে, ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৩৮৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে ১৯৩টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ১১ পয়েন্ট। লেনদেন হয়েছে ২২৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ১৯৩টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠা-নামা করে- আরগন ডেনিমস, স্কয়ার ফার্মা, এনভয় টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, জেএমআই সিরিঞ্জ, বাংলাদেশ সাবমিরন কেবল, মেঘনা সিমেন্ট, সিএমসি কামাল এবং গ্রামীণ ফোন।
অন্যদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৪২ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪৬৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৭২ পয়েন্ট কমে ৯ হাজার ৮২৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮২৩ পয়েন্টে অবস্থান করে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ২৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন