পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ফাইন ফুডস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামীকাল ১০ অক্টোবর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ দিন প্রতিষ্ঠানটি বোর্ড সভা বিকাল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিলো।
খাদ্য ও আনুষঙ্গিক খাতের এ প্রতিষ্ঠানটির ২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১ শত কোটি এবং ১২ কোটি ৮০ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট ১২৭৮৪৪০৫টি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৯.৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১.৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮৯.৩৪ শতাংশ শেয়ার।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন