পুঁজিবাজারের তালিকাভুক্ত এপেক্স ফুড ও এপেক্স স্পিনিং কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তার ওয়ারেন্ট বুধবার থেকে বিতরণ শুরু হয়েছ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, এ দুই কোম্পানির নগদ ডিভিডেন্ট ওয়ারেন্ট শেয়ারহোল্ডাররা ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত অফিস সময়ে সংগ্রহ করতে পারবে। শেয়ারহোল্ডারদের রাজধানীর গুলশানে কোম্পানির রেজিস্ট্রার্ড অফিস, ৯৯ গুলশান এভিনিউ, রূপায়ন গোল্ডেন এজ (৫ম ও ৬ষ্ঠ ফ্লোর) থেকে এ ডিভিডেন্ট ওয়ারেন্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এপেক্স ফুড: এ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ দশমিক ৫৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯০ দশমিক ৮১ টাকা।
এপেক্স স্পিনিং: এ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ দশমিক ০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৩২ টাকা।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন