বাণিজ্যিক ব্যাংকগুলোতে এখন থেকে ৩০ বছরের বেশি বয়সী কোনো নবীন (ফ্রেশার) কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া যাবে না। রোববার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এ নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে ব্যাংকগুলো কর্মকর্তা-কর্মচারী নিয়োগে সরকারি নিয়োগনীতি অনুসরণ করছে না। তারা নিজস্ব বিবেচনায় নিয়োগপ্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করছে। ফলে নিয়োগ ক্ষেত্রে অসমতা পরিলিক্ষিত হচ্ছে। এতে করে ব্যাংকগুলোর সামাজিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক কে এম আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নতুন নিয়োগের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণে নিয়োগপ্রার্থীর বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করতে হবে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন