দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচক সামান্য কমে লেনদেন শেষ হয়েছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের দৈনিক লেনদেনও কমেছে। রোববার ডিএসইতে মোট লেনদেন হয় ৬৬০ কোটি টাকা। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল এক হাজার ৬৮৫ কোটি টাকার শেয়ার মিউচ্যুয়াল ফান্ড। অন্যদিকে, সিএসইতে রোববার মোট লেনদেন হয়েছে ৯২ কোটি টাকা। গত বৃহস্পতিবার সিএসইতে মোট লেনদেন হয়েছিল ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
এদিন বেলা ১০টা ৩৫মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ২২ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। ১০টা ৪০ মিনিটে সূচক ৩৫ পয়েন্ট বাড়ে এবং বেলা ১০টা ৪৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৪২ পয়েন্ট বাড়ে, বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ৪৫ পয়েন্ট বাড়ে, ১০টা ৫৫ মিনিটে সূচক ৪২ পয়েন্ট বাড়ে, বেলা ১১টায় সূচক ৪৩ পয়েন্ট বাড়ে, দুপুর ১২টায় সাধারণ সূচক ৫০ পয়েন্ট বাড়ে, দুপুর ১টায় সূচক ৭০ পয়েন্ট বাড়ে কিন্তু লেনদেন শেষে ডিএসই’র সাধারণ সূচক মাত্র ১ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৪২৭ পয়েন্টে।
এদিকে, লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট কমে ৪ হাজার ১৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৫৫০ পয়েন্টে। লেনদেন শেষে ডিএসইতে ২৪২টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ১ পয়েন্ট। লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, রোববার লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত থাকে ৮টির দাম। লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করে- বাংলাদেশ সাবমেরিন কেবল, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, ফ্যামিলি টেক্সটাইল, ইউনিক হোটেল, যমুনা অয়েল, ওরিয়ন ফার্মা এবং ডেসকো।
অন্যদিকে, এদিন লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৮৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে মোট ৯২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন