দীর্ঘদিন স্থগিত থাকার পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সাধারণ সভা(এজিএম) করতে আর কোনও বাধা নেই বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ২০ জুন সুপ্রিম কোর্ট এ রায় দিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির ২০০৫ সাল থেকে এজিএম বন্ধ রয়েছে। তাই এখন ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত কোম্পানির এজিএম করতে কোনও বাধা রইল না। কোম্পানির খুব শিগগিরই এজিএম’র তারিখ ঘোষণা করবে। আরও জানা যায়, আইনি জটিলতার কারণে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স দীর্ঘদিন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে পারেনি। ২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত হিসাব বছরের এজিএম বকেয়া আছে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন