নতুন লাইসেন্স পাওয়া ব্যাংকগুলোর মধ্যে এবার তফসিলভুক্ত হলো মধুমতি ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগের এবিষয়ে একটি গেজেটও প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।এর ফলে ব্যাংক কোম্পানি আইনের নিয়ম-নীতি পরিপালন করতে হবে ব্যাংকটিকে।
সম্মতিপত্র পাওয়া ব্যাংকগুলোর মধ্যে তফসিলভুক্ত হতে এখন বাকি থাকলো শুধু এনআরবি গ্লোবাল ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে জনৈক হুমায়ুন কবীরের। এর পরিশোধিত মূলধন ৪৩২ কোটি টাকা।
এখন মধুমতি ব্যাংকের ব্যবসায়িক পরিকল্পনার আলোকে প্রস্তুতি এবং আগ্রহপত্রের (এলওআই) শর্তগুলোর বাস্তবায়ন সরেজমিনে দেখতে ব্যাংকটির প্রধান কার্যালয় পরিদর্শন করবে বাংলাদেশ ব্যাংক। এরপর শাখার অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
তবে শাখা খোলার ক্ষেত্রেও মানতে হবে বেশ কিছু শর্ত, যার মধ্যে রয়েছে- শহরে একটি শাখার বিপরীতে গ্রামে একটি শাখা খুলতে হবে। এছাড়াও একই শহর বা মেট্রোপলিটন এলাকায় এক বছরে একটির বেশি শাখা না খোলার শর্তও রয়েছে।
মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আশা করছি জুলাই মাসের মাঝামাঝি সময়ে কার্যক্রম শুরু করতে পারবো। রেগুলার বিজনেসের পাশাপাশি আমরা প্রযুক্তিনির্ভর ও গ্রীণ ব্যাংকিংয়ে জোর দেবো। “এছাড়া তরুণ ও নারী উদ্যোক্তাদের অর্থায়নে বিশেষ মনোযোগ থাকবে মধুমতি ব্যাংকের।” গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে ব্যাংকটি আমানত সংগ্রহ করবে বলে জানান মিজানুর।
এর আগে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হওয়া নতুন সাত ব্যাংক হলো- ইউনিয়ন ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ফার্মার্স ব্যাংক ও এনআরবি ব্যাংক লিমিটেড।
এরই মধ্যে এসব ব্যাংক প্রধান কার্যালয়ের কার্যক্রম শুরু করেছে। এদের কেউ-কেউ শাখা খুলে ব্যবসায়িক কাজও শুরু করেছে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন