বেসরকারি খাতের ১৫টি প্রতিষ্ঠানের
জন্য সাড়ে ১৫ কোটি ডলার বিদেশি ঋণ অনুমোদন করেছে সরকার।
এর মধ্যে বিদ্যুৎ খাতের তিন প্রতিষ্ঠানকে পাঁচ কোটি ৬১
লাখ ডলার ঋণ গ্রহণের অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের
সভাপতিত্বে এ সংক্রান্ত বাছাই কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয়। সামিট গ্রুপের
বিদ্যুৎ খাতের দুই প্রকল্পে অনুমোদন দেয়া হয়েছে তিন কোটি ৫০ লাখ ডলার। সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডের তিন কোটি
ডলার। আর সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানির ৫০ লাখ ডলার।
বিদ্যুৎ খাতের আরেক প্রকল্প
মিডল্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেডকে দেয়া হয়েছে দুই কোটি ১১ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়েছে।
অনুমোদন পাওয়া অন্য
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বিএসআরএম স্টিল লিমিটেডের চার কোটি ডলার, সায়হাম টেক্সটাইলের এক কোটি ২২ লাখ ৩০ হাজার ডলার, পাহারতলি টেক্সটাইলের এক কোটি দুই লাখ ৫০ হাজার ডলার, আম্মান বাংলাদেশ লিমিটেডের ৮৬ লাখ ১০ হাজার ডলার, জে এম ফেবিক্সের ৭৩ লাখ ২০ ডলার, হোলসিম সিমেন্টের ৬০ লাখ ডলার এবং ইমপ্রেস নিউটেক্স- এর ৩৫ লাখ ৮০ হাজার
ডলার।
এই ঋণের জন্য লাইবর রেটের (লন্ডন
আন্তঃব্যাংক অফার রেট) সঙ্গে সর্বোচ্চ সাড়ে ৪ শতাংশ যোগ করে যে হার দাঁড়াবে সেই
হারে সুদ দিতে হবে কোম্পানিগুলোকে।
আরো কয়েকটি প্রতিষ্ঠানের
বিদেশি ঋণের প্রস্তাব বিবেচনাধীন আছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে
অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়
এবং বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২০১২ সালে সবমিলিয়ে ১৪৯ কোটি
ডলার বিদেশি ঋণ অনুমোদন দেয়া হয়েছিল। ২০১১ সালে অনুমোদন দেয়া হয়েছিল ৮১ কোটি ৯০ লাখ ডলার।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন