দেশের
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচক বেড়ে লেনদেন শেষ হয়েছে।
এদিন উভয় স্টক
এক্সচেঞ্জে দৈনিক লেনদেনেও রেকর্ড হয়েছে। বুধবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ৭২ কোটি ২৬ লাখ টাকা। অপর শেয়ারবাজার
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০ কোটি ৭৬ লাখ টাকা।
এদিন সকাল ১০টা ৩৫মিনিটে
ডিএসই’র সাধারণ সূচক প্রায় ৫১ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। ১০টা ৪০ মিনিটে সূচক ৫৩
পয়েন্ট বাড়ে, ১০টা ৪৫ মিনিটে সূচক ৫৪
পয়েন্ট বাড়ে, ১০টা ৫০ মিনিটে সূচক ৭১
পযেন্ট বাড়ে। এরপর দিনভর
সূচকে বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়।
লেনদেন শেষে ডিএসই’র
সাধারণ সূচক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৭৭ পয়েন্টে। অন্যদিকে, লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৭৪ পয়েন্ট বেড়ে
অবস্থান করছে ৪ হাজার ২৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক প্রায় ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান
করছে ১ হাজার ৫৭০ পয়েন্টে।
ডিএসতে লেনদেন শেষে ১৪৮টি
প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৯০ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট এক
হাজার ৭২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসইতে লেনদেন হওয়া
প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১১৯টির
এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। লেনদেনের ভিত্তিতে (টাকায়)
ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- বাংলাদেশ সাবমেরিন কেবল, মেঘনা পেট্রোলিয়াম, ডেসকো, তিতাস গ্যাস, অলিম্পিক
ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার এবং স্কয়ার ফার্মা।
অপর শেয়ারবাজার
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শেষে সাধারণ সূচক ১০৪ পয়েন্ট বেড়ে
অবস্থান করছে ৮ হাজার ৩৫৩ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ২৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও
মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন