ভবিষ্যতে তৃতীয়
পর্যায়ে পুঁজিবাজার উন্নয়নে (সিএমডিপি-৩) বিদ্যমান সমস্যার কারণ সনাক্ত করতেই
প্রাথমিকভাবে ৪ কোটি টাকা(৫ লাখ ডলার) খরচ করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
জানা গেছে, বাজারের উন্নয়নে এ তহবিল ব্যয় করা যাবে। যেসব ক্ষেত্রে এ তহবিল
ব্যয় করা যাবে সেগুলো হলো- বন্ড মার্কেট উন্নয়নে সংস্কার কাজে, ইন্স্যুরেন্স খাতের উন্নয়নে ইন্স্যুরেন্স
কোম্পানিগুলোর কার্যক্রম সুদৃঢ়করণ (consolidation)
ও মূলধন বাড়াতে (recapitalization), বাজার
উন্নয়ন ও নিয়ন্ত্রক ক্ষমতার ক্ষেত্রে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের(আইডিআরএ)
ক্ষমতা ও স্বায়ত্বশাসন বাড়াতে, ডেরিভেটিভ
মার্কেটের উন্নয়নে এবং পুঁজিবাজারে ইসলামী বিনিয়োগ বাড়াতে।
ইতিমধ্যে এডিবি অর্থ
মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং
বাজারে অন্যান্য অংশগ্রহণকারীদের মতামত নিয়েছে। তারাও এ বিষয়ে সমর্থন
দিয়েছে। জানানো হয়েছে, ২০১৩ সালের শেষার্ধে তৃতীয় পর্যায়ের পুঁজিবাজার
উন্নয়নে প্রস্তুতিমূলক প্রযুক্তগত সহায়তায় এ ৪ কোটি টাকা (৫ লাখ ডলার) ব্যয় করা
হবে।
বিএসইসি’র
নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বাংলানিউজকে বলেন, “এডিবি শেয়ারবাজার উন্নয়নে বাংলাদেশকে সহায়তা
করতে চায়। শেয়ারবাজারের
কোন কোন খাতের উন্নয়নে টাকা ব্যয় করা হবে তা যাচাইয়ের জন্য প্রাথমিকভাবে তারা এ ৪ কোটি
টাকা ব্যয় করবে। এটা এডিবি’র
চলমান প্রক্রিয়া।”
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন