প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বলেছেন, রাষ্ট্রায়ত্ত
প্রতিষ্ঠানের কাছে সরকারি ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের বকেয়া ঋণের পরিমাণ ১৫ হাজার
১১৩ কোটি ৬১ লাখ টাকা।
বুধবার জাতীয় সংসদে ২০১৩-১৪
অর্থ বছরের বাজেট অধিবেশনে বিএনপি দলীয় সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত
প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “এসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে বকেয়া ৬ হাজার ৪৭১ কোটি ৭০ লাখ টাকা, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কাছে
বকেয়া ২ হাজার ৬০০ কোটি ১৯ লাখ টাকা, বাংলাদেশ
সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কাছে বকেয়া ২ হাজার ৩০০ কোটি ১৪ লাখ
টাকা, বাংলাদেশ কৃষি উন্নয়ন অধিদফতরের কাছে
বকেয়া ১ হাজার ৫৩৬ কোটি ৪৩ লাখ টাকা।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর
উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় ব্যাংকগুলোর বকেয়া ঋণ অনাদায়ী থেকে যাচ্ছে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন