পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার অনুষ্ঠিত হবে। কোম্পানি চারটি হচ্ছে- বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, ইউনিক হোটেল, ওরিয়ন ফার্মা এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির এজিএম সোমবার বেলা ১০টায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ঢাকায়, ইউনিক হোটেল কোম্পানির এজিএম বেলা ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, বসুন্ধরা আবাসিক এলাকায়,ওরিয়ন ফার্মা কোম্পানির এজিএম বেলা ১১টায় নারায়ণগঞ্জের ওরিয়ন ফার্মা প্লান্টে এবং প্রিমিয়ার লিজিং কোম্পানির এজিএম বেলা ১১টায় স্পেকট্রা কনভেনশন সেন্টার ঢাকায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিডি ফিন্যান্স: কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৭১ লাখ টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ৬৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৬ দশমিক ২৫ টাকা।
ইউনিক হোটেল: কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ দশমিক ০২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৮৬ দশমিক ২৯ টাকা।
ওরিয়ন ফার্মা: কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ২০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ দশমিক ০২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৮২ দশমিক ৪২ টাকা।
প্রিমিয়ার লিজিং: কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ১০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১১ দশমিক ৩৭ টাকা।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন