পরিচালক নির্বাচনের জন্য এক্সিম ব্যাংকের এজিএম ২৬ জুন
বুধবার, ১২ জুন, ২০১৩
মাননীয় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী, কোম্পানি জানিয়েছে যে, কোম্পানির ১২তম এজিএম (৩১ ডিসেম্বর, ২০১০ সমাপ্ত অর্থ বছরের জন্য) যা শুধুমাত্র ৪ নং এ্যাজেন্ডা অর্থাৎ পরিচালক নির্বাচনের জন্য নতুন করে ২৬.০৬.২০১৩ তারিখ সকাল ১১:০০ টায় ইমান্যুয়েলস-ব্যানকুয়েট হল, হাউজ # ৪, রোড # ১৩৪-১৩৫, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেটঃ ১০.০৪.২০১১। এই এজিএম ০৯.০৬.২০১১ তারিখে অনুষ্ঠিত ১২তম এজিএমের একটি অপরিবর্তিত অংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
Tags:
Bank News,
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন