পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন "জেড" ক্যাটাগরি থেকে "এ" ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং খাতের কেঅ্যান্ডকিউ বিদ্যমান "বি" ক্যাটাগরি থেকে "জেড" ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। এই দুইটি শেয়ারই ১৩ই জুন ২০১৩ থেকে নতুন ক্যাটাগরিতে লেনদেন হবে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন