ডিএসই’র নতুন সিএফও জিয়াউল হাসান খান
বুধবার, ১২ জুন, ২০১৩
|
Ziaul Hasan Khan |
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসাবে কাজে যোগ দিয়েছেন এ কে এম জিয়াউল হাসান খান। বুধবার সকালে তিনি ডিএসইতে কাজে যোগদান করেন।
প্রসঙ্গত, ডিএসই’র সিএফও সুভ্রকান্তি চৌধুরীর স্থলে জিয়াউল হাসান খান যোগদান করেছেন। শ্রভ্রকান্তি চৌধুরি সেন্ট্রাল ডিপোজিটরী অব বাংলাদেশ (সিডিবিএল) লিমিটেডে প্রত্যার্পন করেছেন।
জানা গেছে, জিয়াউল হাসান খান হিসাব নিরীক্ষা এবং কর বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ ২১ বছর ধরে কাজ করছেন।
তিনি আইসিএবি থেকে পাশ করা একজন প্রফেশনাল কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং আইসিএবি’র একজন সদস্য। হিসাব বিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন তিনি।
ইনিস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইংল্যান্ড ওয়ালস থেকে ইন্টারন্যাশনাল রিপোর্টিং স্ট্যান্ডার্ডের ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনের ওপর তিনি একজন সার্টিফাইড এক্সপার্ট।
তার জিএএপি (জেনারালি এক্সেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল) এবং স্থানীয় আইন বিশেষ করে কোম্পানি আইন, পুঁজিবাজার সম্পর্কিত আইন ইত্যাদি বিষয়ে ব্যবহারিক অভিজ্ঞতা রয়েছে।
Tags:
DSE
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন