দেশের প্রধান
শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের
চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচক সামান্য বেড়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন লেনদেন গত আট
মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য
জানা গেছে।
জানা যায়, বুধবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৫২ কোটি টাকা। এর আগে গত বছর ৩ অক্টোবর
ডিএসইতে সর্বোচ্চ এক হাজার ৪৪ কোটি টাকা লেনদেন হয়েছিল। এ দিনের পর বুধবার
ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
এদিন বেলা ১০টা ৩৫মিনিটে
ডিএসই’র সাধারণ সূচক প্রায় ৬ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। ১০টা ৪০ মিনিটে সূচক ২০
পয়েন্ট বাড়ে, ১০টা ৪৫ মিনিটে ডিএসই’র
সাধারণ সূচক ২৬ পয়েন্ট বাড়ে, বেলা ১০টা ৫০
মিনিট থেকে সূচক ৩১ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৩৫ পয়েন্ট বেড়ে যায়, বেলা ১১টায় সূচক ৩৬ পয়েন্ট বাড়ে, দুপুর ১২টায় সূচক ৩২ পয়েন্ট বাড়ে, দুপুর ১টায় সূচকে সমতা ফিরে আসে এবং লেনদেন শেষে
ডিএসই’র সাধারণ সূচক মাত্র ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৩২৮ পয়েন্টে।
অন্যদিকে, লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট বেড়ে
অবস্থান করছে ৪ হাজার ১০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক প্রায় ১ পয়েন্ট কমে অবস্থান
করছে ১ হাজার ৫১২ পয়েন্টে।
লেনদেন শেষে ডিএসইতে
১৫৬টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৭৫২ কোটি
৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসইর ওয়েবসাইট
সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, বুধবার লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া
প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১০৭টির
এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।
লেনদেনের ভিত্তিতে (টাকায়)
ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করছে— সামিট
পূর্বাঞ্চল পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন
কেবল, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, ওরিয়ন
ফার্মা, আরএন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, অ্যাকটিভ
ফাইন কেমিকেল, আমরা টেকনোলজি এবং
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
অন্যদিকে বুধবার
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন শেষে সাধারণ সূচক ৯৪ পয়েন্ট বেড়ে
অবস্থান করছে ৮ হাজার ৬১ পয়েন্টে।
এ সময়ে সিএসইতে
লেনদেন হয়েছে মোট ৬৬ কোটি ৭৬ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন