২০১২ সালের মুনাফা হিসেবে ব্যাংক কর্তৃপক্ষ ৪ লাখ
পাউন্ড সরকারের কোষাগারে জমা দিয়েছে।
ব্যাংকের সিইও আতাউর রহমান
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে লভ্যাংশের অর্থের
চেক হস্তান্তর করেন।
এর আগে সর্বশেষ ২০০৪ সালে
সরকারকে মুনাফা দিতে পেরেছিল যুক্তরাজ্যভিত্তিক এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক
যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সহায়তার
লক্ষ্যে ১৯৭৪ সালে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। ২০০১ সালে এটি পূর্ণাঙ্গ ব্যাংকের রূপ পায়। এতে সরকারের ৫১ শতাংশ এবং
সোনালী ব্যাংক লিমিটেডের ৪৯ শতাংশ মালিকানা রয়েছে।
যুক্তরাজ্যে ছয়টি শাখার
মাধ্যমে প্রতিষ্ঠানটি মূলত প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স পাঠানো এবং এদেশের
ব্যাংকগুলোর এলসি নিশ্চিত করার বিষয়ে কাজ করে।
অর্থমন্ত্রী মুহিত অনুষ্ঠানে
বলেন, “সরকারের প্রতিষ্ঠান থেকে সাধারণত কোনো রিটার্ন (লাভ) পাই
না। এজন্য যখন পাই তখন অনুষ্ঠান করি। খুশি লাগে।”
এ ব্যাংকের মূলধন ভিত্তি আরও
বাড়বে এবং সাধারণ ব্যবসার পাশাপাশি বিনিয়োগে যাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
বিভাগের সচিব এম আসলাম আলম বলেন, “এটি ঐতিহাসিক
ঘটনা। কারণ সরকারি প্রতিষ্ঠান শুধু নেবে, দেবে না- এটা যেন নিয়মে পরিণত হয়েছে।”
সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের
কিছু সংস্কারের ফলে লাভ করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আশা করছি এই ধারা অব্যাহত থাকবে।”
‘সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের লভ্যাংশ হস্তান্তর’ শীর্ষ এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সোনালী ব্যাংকের চেয়ারম্যান
অধ্যাপক হাবিবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত উপস্থিত ছিলেন।
সূত্রঃ বিডিনিউজ২৪.কম
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন