লাইসেন্সের জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে প্রবাসী উদ্যোক্তাদের এনআরবি
গ্লোবাল ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই
অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, “বৈঠকে ব্যাংকের প্রস্তাবিত ব্যবস্থাপনা পরিচালক
(এমডি) আবদুল কুদ্দুস ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন। পরে পর্ষদ ব্যাংকটিকে লাইসেন্সের জন্য চুড়ান্ত
অনুমোদন দেয়।
বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুমতি পাওয়া নয়টি
ব্যাংকের মধ্যে সর্বশেষ অনুমোদন পেলো এ ব্যাংক। এর মধ্যে সাতটি ব্যাংক চূড়ান্ত লাইসেন্স পেয়ে কাজ
শুরু করেছে। আর কাজ শুরুর প্রক্রিয়ায় রয়েছে
মধুমতি ব্যাংক।
এনআরবি গ্লোবাল ব্যাংক এখন কোম্পানি হিসেবে
রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মসে (আরজেসি) নিবন্ধন করবে। এর পরে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কার্যক্রম শুরুর
লাইসেন্স হাতে পাবে ব্যাংকটি।
এনআরবি গ্লোবাল ব্যাংকের উদ্যোক্তা হিসেবে রয়েছেন ২৫
জন প্রবাসী। ৪২৫ কোটি টাকার পরিশোধিত মূলধন
নিয়ে কার্যক্রম শুরু করবে ব্যাংকটি। ট্রেড ব্যালান্স ইউএসএ করপোরেশনের প্রেসিডেন্ট নিজাম চৌধুরী এর মূল
উদ্যোক্তা। আবেদনে ব্যাংকের চেয়ারম্যান
হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে।
প্রবাসীদের বিনিয়োগ দেশে আনতে ২০১১ সালের নভেম্বরে
এনআরবি ব্যাংক প্রতিষ্ঠার জন্য আবেদন চায় বাংলাদেশ ব্যাংক। পরে ‘রাজনৈতিক চাপে’ দেশীয় উদ্যোক্তাদের
অর্থায়নেও ব্যাংকের আবেদন চাওয়া হয়। দেশীয় উদ্যোক্তাদের মধ্যে ৩৭টি ও প্রবাসীদের থেকে তিনটি
আবেদন জমা হয়। যাচাই-বাছাই শেষে প্রবাসীদের তিনটি ও দেশীয় উদ্যোক্তাদের ছয়টি ব্যাংকের
অনুমতি দেয়া হয়।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন