বাংলাদেশের তৈরি পোশাক খাতে অগ্নি ও ভবনের নিরাপত্তা
নিশ্চিত করতে ২৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম বিষয়ক দপ্তর।
বৃহস্পতিবার এই দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, কারখানার নিরাপদ
কর্মপরিবেশ নিশ্চিত করতে এবং পর্যবেক্ষণের সক্ষমতা জোরদার করতে কারখানাগুলোকে এই
অনুদান দেয়া হবে।
বিবৃতিতে বলা হয়, এই অনুদান পেতে
আগ্রহীদের আগামী ২ অগাস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে। অনলাইনে http://www.grants.gov এ অথবা সরাসরি U.S. Department of Labor, Office of Procurement Services, 200
Constitution Ave. NW, Room S-4307, Washington,
DC 20210,
Attention: Brenda White- ঠিকানায় ডাকযোগে
আবেদন পাঠানো যাবে।
বাংলাদেশে প্রায় ২০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্পে ৩৬ লাখের বেশি শ্রমিক জড়িত, যাদের অধিকাংশই নারী। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও আগের
মজুরি কাঠামোই সব কারখানায় ঠিকমতো অনুসরণ করা হয় না বলেও অভিযোগ রয়েছে।
গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩০ জন নিহত
হওয়ার ঘটনায় বাংলাদেশের পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ ও শ্রমিক অধিকারের বিষয়টি
আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় আসে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি পোশাক
বর্জনেরও হুমকি দেয়া হয়।
এই পরিস্থিতিতে এইচঅ্যান্ডএমসহ ইউরোপীয় বিভিন্ন
কোম্পানি একটি চুক্তিতে আসে। পাঁচ বছর মেয়াদি ওই চুক্তির আওতায় বাংলাদেশে কর্মপরিবেশের উন্নয়ন ও
শ্রমিক অধিকারের বিষয়টি তদারকের জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহের কথা বলা হয়। ইউরোপীয় ইউনিয়নও সাহায্যের ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম বিষয়ক দপ্তরের
বিবৃতিতে বলা হয়, তৈরি পোশাক উৎপাদন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের
কেন্দ্রবিন্দু। এর একটি অংশ যুক্তরাষ্ট্রের
বাজারেও রপ্তানি হয়।
২০০৭ সাল থেকে বিভিন্ন বাংলাদেশি পণ্য (পোশাক ছাড়া) যুক্তরাষ্ট্রের
বাজারে ‘অগ্রাধিকারমূলক সুবিধা’ (জিএসপি) পেয়ে এলেও শ্রমিকের অধিকার ও কর্মপরিবেশ নিয়ে সাম্প্রতিক
সমালোচনার প্রেক্ষিতে বাংলাদেশ আর ওই সুবিধা পাবে কি না সে বিষয়ে শুনানি চলছে। চলতি মাসের শেষ দিকেই এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।
বাংলাদেশের
ক্ষেত্রে নিষেধাজ্ঞা, জিএসপি সুবিধা কমিয়ে আনা অথবা এই সুবিধা পুরোপুরি প্রত্যাহার-
এই তিন সম্ভাবনার কথাই বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র
বিষয়ক সিনেট কমিটি।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন