|
আহসানুল ইসলাম টিটু |
পরিচালকদের
সর্বসম্মতিক্রমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২৪তম প্রেসিডেন্ট
হিসেবে নির্বাচিত হয়েছেন আহসানুল ইসলাম টিটু। এছাড়া সিনিয়র সহ-সভাপতি
পদে মো. শাহজাহান এবং সহ-সভাপতি
মিজানুর রহমান খান নির্বাচিত হয়েছেন।
শনিবার রাজধানীর
রুপসী বাংলা হোটেলে ডিএসই’র ৫১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে
পরিচালকদের সর্বসম্মতিক্রমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
তিনি ডিএসই’র
মালিকানা থেকে প্রশাসন পৃথক (ডিমিউচ্যুয়ালাইজেশন) না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী ছয়
মাসের জন্য ডিএসই’র সভাপতির দায়িত্ব পালন করবেন।
জানা যায়, আহসানুল ইসলাম বর্তমানে সন্ধানী লাইফ
ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড
সিকিউরিটিজের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সহ-সভাপতি হিসেবে
দায়িত্ব পালন করছেন।
এছাড়া ২০০০ সালে
তিনি ডিএসই’র ভাইস প্রেসিডেন্ট এবং ২০১০ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে
দায়িত্ব পালন করেন।
আহসানুল ইসলাম টিটু ১৯৬৯
সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে
এইচএসসি পাস করে থাইল্যান্ড থেকে উচ্চ শিক্ষা নেন। আমেরিকা থেকে এমবিএ
শেষ করে দেশে ফিরে ১৯৯৩ সালে ডিএসই’র সদস্যপদ নিয়ে ব্যবসা শুরু
করেন।
উল্লেখ্য, ডিএসই পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা ২৫। এর মধ্যে ১২ জন ডিএসই
সদস্যদের ভোটে নির্বাচিত হন, ১২ জন
বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হিসেবে মনোনীত হন। এছাড়া ডিএসই’র
প্রধান নির্বাহী কর্মকর্তা পদাধিকার বলে পরিচালনা পরিষদের সদস্য হন। তবে এদের মধ্যে
একমাত্র নির্বাচিত পরিচালকরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন