এ্যালায়েন্স এস
অ্যান্ড শরীয়াহ ইনডেক্স ফান্ড নামক একটি বে মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া
প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গবার বিএসইসি’র
৪৮৫ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসি’র
নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ
তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে, এই মিউচ্যুয়াল ফান্ডের আকার ১০ কোটি
টাকা এবং এর ইউনিট সংখ্যা ১ কোটি। প্রতিটি
ইউনিটের ফেস ভ্যালু ১০ টাকা। উদ্যোক্তদের
চাঁদার অংশ হচ্ছে ১ কোটি টাকা এবং বিনিয়োগকারীদের জন্য ৯ কোটি টাকার ইউনিট বরাদ্দ
রাখা হয়েছে।
মিউচ্যুয়াল ফান্ডটির স্পন্সর এবং সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এলায়েন্স
ক্যাপিটাল এ্যাসেট ম্যানেটমেনন্ট লি: এবং কাস্টডিয়ান হিসেবে আছে ব্র্যাক ব্যাংক লি:। উল্লিখিত
বে মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডটি কাগুজে ইউনিটের মাধ্যমে লেনদেন হচ্ছে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন