রূপালী লাইফ ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরের সিদ্ধান্ত
বুধবার, ১০ জুলাই, ২০১৩
নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) রূপালী লাইফ ইন্স্যুরেন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডকে মেয়াদী থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির ৪৮৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো.সাইফুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।জানা গেছে, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে মেয়াদী থেকে এ ফান্ডকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তর করা হচ্ছে। এজন্য মিউচ্যুয়াল ফান্ডটির আকার হবে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তাদের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ থাকবে। একই সভায় পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের আবেদনের পেক্ষিতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হিসাবে প্রাথমিকভাবে লেটার অব ইনটেন্ট ইস্যু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Tags:
Mutual Fund,
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন