অবশেষে এজিএমের অনুমতি পেলো ডেল্টা লাইফ
বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩
মামলাগত জটিলতার কারণে দীর্ঘ নয় বছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত থাকার পর অবশেষে এজিএমের অনুমতি পেয়েছে দেশের অন্যতম জীবন বীমা কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির কম্প্রোমাইজ পিটিশন দাখিলের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ অনুমতি দেয়।
আপিলকারী ও কোম্পানি উভয় পক্ষ বিলম্ব মার্জনা করে এজিএম অনুষ্ঠানে সম্মত হওয়ায় গত মঙ্গলবার আপিল বিভাগ উভয় পক্ষে একটি কম্প্রোমাইজ পিটিশন দাখিল করতে আদেশ দেন। আদেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কম্প্রোমাইজ পিটিশন দাখিল করলে আদালত ডেল্টা লাইফকে এজিএম করার অনুমতি দেন।
এ প্রসঙ্গে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের আইন বিভাগের কর্মকর্তা আব্দুল আওয়াল বাংলানিউজকে বলেন, “আদালতের নির্দেশে আমরা আপিল বিভাগে একটি কম্প্রোমাইজ পিটিশন দাখিল করি। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত আমাদের এজিএম করার অনুমতি দিয়েছেন।”
এজিএম অনুষ্ঠিত হওয়ার বিষয়ে তিনি জানান, কোম্পানির বোর্ড মিটিংয়ের মাধ্যমে এজিএম-এর তারিখ নির্ধারণ করা হবে। প্রথমে ২০০৪ সালের এজিএম করা হবে। এরপর পরবর্তী বছরগুলোর এজিএ-এর তারিখ নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পরিচালকদের মধ্যকার দ্বন্দ্বের কারণে ২০০৪ সাল থেকে প্রতিষ্ঠানটির এজিএম বন্ধ রয়েছে। ওই বছর অর্থাৎ ২০০৪ সালে ডেল্টা লাইফের বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর এ কিউ এম নুরুল আবসার কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) বিষয়ে কোম্পানি আদালতে একটি মামলা করেন।
এরপর কোম্পানি আদালত থেকে মামলাটি খারিজ হয়ে গেলে এজিএমের তারিখ নির্ধারণের জন্য কোম্পানির বর্তমান ভাইস চেয়ারম্যান ড. রওশন আলী ও জিয়াদ নামের একজন শেয়ারহোল্ডার (প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যানের ছেলে) আদালতে দুটি রিট করেন।
এর ফলে আবারো জটিলতা সৃষ্টি হয়। এরপর উচ্চ আদালতের এক আদেশে এজিএমের দিন নির্ধারিত হলেও সর্বশেষ কোম্পানির বর্তমান চেয়ারম্যান মনজুরুর রহমান ওই আদেশের বিরুদ্ধে আপিল করায় প্রতিষ্ঠানটির এজিএম ঝুলে যায়।
Tags:
Insurance,
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন