চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শনে আসছে জাপানের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটে তারা সিএসই’র ঢাকা অফিস পরিদর্শন করবেন। সিএসই’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা সানজিদা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, দেশের সার্বিক বিনিয়োগ পরিস্থিতিসহ পুঁজিবাজারের বিনিয়োগের সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে তারা সিএসই পরিদর্শন করবেন। এছাড়া, তারা সিএসই’র উন্নয়ন কর্মকাণ্ড অর্থাৎ সেটেলমেন্ট গ্যারান্টি ফান্ড ও স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণের প্রক্রিয়া (ডিমিউচ্যুয়ালাইজেশন) সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি-না তা যাচাই করবেন।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন