পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগে পিআরসির দাবি
বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩
পুঁজিবাজার চাঙ্গা ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বাজেটে কালো টাকা বিনিয়োগের দাবি জানিয়েছে বেসকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ সেন্টার বাংলাদেশ (পিআরসি.বিডি)। একই সঙ্গে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারের জন্য প্রস্তাবিত বাজেটে বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে পিআরসি.বিডি’র চেয়াম্যান অধ্যাপক ড. আকবর উদ্দিন আহমদ বলেন, “দুই বছরের টানা দরপতনে বিনিয়োগকারীরা বাজারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। এ অবস্থায় বাজার চাঙ্গা করতে বাজেটে পুঁজিবাজারের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখতে হবে।”
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিষয়ে তিনি বলেন, “নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি সঠিক দায়িত্ব পালন করতে পারেনি। বিএসইসিকে আরো শক্তিশালী করতে হবে। পাশাপাশি যত দ্রুত সম্ভব স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা (ডিমিউচ্যুয়ালাইজেশন) পৃথক করতে হবে।”
সংবাদ সম্মেলনে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে বলা হয়, ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট একটি ব্যয়বহুল বাজেট। এই বাজেটের নির্ধারিত উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয়। পদ্মাসেতুর জন্য অর্থায়ন কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পের জন্য সরকারের উচিত বিদেশি বিনিয়োগকারীদের প্রতি দৃষ্টি দেওয়া। তা না হলে দেশীয় অর্থনীতিতে এটি বড় ধরনের চাপ সৃষ্টি করবে।
প্রবৃদ্ধির বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ শুধু কঠিন নয়, এটি অসম্ভব। এ জন্য বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৬ শতাংশ থেকে সাড়ে ৬ শতাংশের মধ্যে রাখার প্রস্তাব করা হয়।
সরকারের ব্যাংক ঋণের বিষয়ে বলা হয়, সরকারের ব্যাংক ঋণের কারণে বেসরকারী খাতের জন্য অর্থ সংকট সৃষ্টি হতে পারে। এ জন্য বেসরকারী খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকারের ব্যাংক ঋণ নির্ভরশীলতা কমাতে হবে। সংবাদ সম্মেলনে আরো দাবি করা হয়, সরকারের আর্থায়ন সঠিকভাবে হয় না। এক্ষেত্রে অনেক দুর্নীতি হয়। এ দুর্নীতি বন্ধে বিশেষ পদক্ষেপ নিতে হবে। তা না হলে কোন উন্নয়ন সম্ভব হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পিআরসি.বিডি’র ভাইস প্রেসিডেন্ট আফিফ আহমেদ, বিশেষ উপদেষ্টা ড. মাহবুব হোসাইন, পরিচালক ড. মনোওয়ার হোসাইন, জ্যেষ্ঠ-গবেষক অধ্যাপিকা নুসরাত সুলতানা প্রমুখ।
Tags:
Business News,
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন