শেষ কার্যদিবসে উভয় স্টকে সূচক ও লেনদেন কমেছে
বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের পতন প্রবণতায় লেনদেন শেষ হয়। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে দৈনিক লেনদেনও কমেছে। বুধবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৮৫ কোটি টাকা। বুধবার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল এক হাজার ৭২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার মিউচ্যুয়াল ফান্ড। অন্যদিকে, সিএসইতে বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ৭০ কোটি টাকা। গত বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছিল ২৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
বেলা ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক প্রায় ৩০ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। ১০টা ৪০ মিনিট থেকে সুচক ২৪ পযেন্ট বাড়ে, ১০টা ৪৫ মিনিটে সূচক ২০ পয়েন্ট বাড়ে, ১০টা ৫০ মিনিটে সূচক ১২ পয়েন্ট বাড়ে, ১০টা ৫৫ মিনিটে সূচক নেতিবাচক হয়ে যায়। এ সময়ের মধ্যে ডিএসই’র সাধারণ সূচক ৮ পয়েন্ট কমে যায়, বেলা ১১টায় ডিএসই’র সূচক আবার ১ পয়েন্ট বাড়ে, দুপুর ১২টায় সূচক ২০ পয়েন্ট বাড়ে, দুপুর ১টায় সূচক ১২ পয়েন্ট কমে এবং লেনদেন শেষে ডিএসই’র সাধারণ সূচক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৪২৯ পয়েন্টে।
এদিকে, ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৫৩ পয়েন্টে। লেনদেন শেষে ডিএসইতে ২২৬টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৪৭ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৬৮৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত থাকে ১৭টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠা-নামা করে- বাংলাদেশ সাবমেরিন কেবল, স্কয়ার ফার্মা, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়ন ফার্মা, ডেসকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং আরএন স্পিনিং।
অন্যদিকে, বৃহস্পতিবার লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছিল ৮ হাজার ২৯১ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ৭০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
Tags:
CSE,
DSE,
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন