বিশেষ গ্রাহকদের জন্য
সাধারণ ব্যাংকিং সেবায় অগ্রাধিকার দেয়াসহ বিশেষ সুবিধা চালু করেছে বেসরকারি দ্য
সিটি ব্যাংক লিমিটেড।
তবে শুধু
ব্যাংকটির প্রিমিয়াম গ্রাহকরাই ‘সিটিজেমস’ নামে প্রায়োরিটি ব্যাংকিংয়ের এ সুবিধাগুলো ভোগ করতে পারবেন বলে
জানিয়েছেন কর্মকর্তারা। বিশেষ সুবিধা
হিসেবে ঢাকার একটি ও চট্টগ্রামের দুটি শাখায় স্থাপিত আধুনিক ও আন্তর্জাতিক মানের
লাউঞ্জ ব্যবহার করতে পারবেন এসব গ্রাহকরা। সঙ্গে থাকবে
লাউঞ্জগুলোতে গ্রাহকদের ব্যক্তিগত ব্যবহারের জন্য ভার্চুয়াল অফিস, ব্যবসায়িক সম্মেলন কক্ষ ও ব্যাংকের সৌজন্যে
মধ্যাহ্নভোজসহ নানা ধরনের সুযোগ-সুবিধা।
যেসব
গ্রাহকের সঞ্চয়ী হিসাবে বছরের কোনো সময়ে ৩৫ লাখ টাকা স্থিতি থাকবে বা স্থায়ী আমানত
হিসাবে কমপক্ষে ৫০ লাখ টাকার স্থিতি থাকবে তারাই প্রিমিয়াম গ্রাহক। এছাড়া
দুই ধরনের আরো অগ্রাধিকারমূলক বিশেষ সুবিধা পাবেন তারা। গ্রাহকের
দৈনন্দিন ব্যাংকিং কাজে সহযোগিতা করবেন সুনির্দিষ্ট কর্মকর্তারা।
গ্রাহকের
সম্পদের ক্রমবৃদ্ধি ঘটানো ও পোর্টফোলিও ব্যবস্থাপনার কাজে থাকবেন ব্যক্তিগত সম্পদ
ব্যবস্থাপকরা। এ সেবায় সিটিজেমস সদস্যরা সিটি ব্যাংক
ক্যাপিটাল রিসোর্স লিমিটেড থেকে পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ে পরামর্শসেবা, সিটিজেমস সেন্টারে অবস্থিত প্রাইভেট ট্রেডিংরুমে
প্রবেশাধিকার এবং ট্রেডারের সঙ্গে বসে সিটি ব্রোকারেজের কাজ সেরে নেওয়ার সুযোগ।
এছাড়াও
থাকছে প্রোপার্টি ও রিয়েলএস্টেট সম্পর্কিত নানা ধরনের তথ্যসেবা। শনিবার
গুলশানে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
এসময়
উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে মাহমুদ
সাত্তার, অতিরিক্ত
ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন ও ফারুক মঈনুদ্দীন।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন