আরএন স্পিনিংয়ের ৬ মাসের জন্য শেয়ার ক্রয়/বিক্রয়/হস্তান্তর নিষিদ্ধ
রবিবার, ২৩ জুন, ২০১৩
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আদেশ নং-এসইসি/এসআরএমআইসি/১৫/২০১২/৫০৪, তারিখ ২০.০৯.২০১২ অনুযায়ী হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরবর্তী ৬ মাসের জন্য এ কোম্পানির উদ্যোক্তা এবং পরিচালকদের নিজ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয়/উপহার/বন্ধক কিংবা হস্তান্তর নিষিদ্ধ করেছে। বিএসইসি’র পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ কোম্পানির পরিচালকরা পরবর্তীতে শেয়ার বিক্রয়/উপহার/বন্ধক কিংবা হস্তান্তর করতে পারবেনা।
Tags:
BSEC,
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন