১৫ বছর মেয়াদী বাংলাদেশ
গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (বিজিটিবি) এর নিলাম আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে
অনুষ্ঠিত হবে। এ নিলামে ১৫ বছর মেয়াদী ২০০ কোটি টাকা অভিহিত মূল্যের (ফেস
ভ্যালু) বন্ড ইস্যু করা হবে বলে বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
নিলামে শুধুমাত্র
সরকারী সিকিউরিটিজের প্রাইমারী ডিলারের ভুমিকায় নিয়োগপ্রাপ্ত ব্যাংক এবং আর্থিক
প্রতিষ্ঠানসমূহ বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানও (ব্যক্তি/প্রাতিষ্ঠানিক
বিনিয়োগকারীদের জন্য) প্রাইমারী ডিলারের মাধ্যমে এ নিলামে বিড দাখিল করতে পারবে।
প্রেস বিজ্ঞপ্তিতে
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, অভিহিত মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড ক্রয় করতে হলে কাঙ্খিত
ঈল্ড হার ও বন্ড ক্রয়ের পরিমাণ উল্লেখ করে আগামীকাল সকাল ১১ টার মধ্যে বাংলাদেশ
ব্যাংকে স্থাপিত এম. আই. মডিউলে ইলেক্ট্রনিক প্রক্রিয়ায় বিড দাখিল করতে হবে। তবে বিশেষ কোনো পরিস্থিতিতে
প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করে পূর্বে অনুসৃত ম্যানুয়াল ”বিডস ইন সীলড কভারস” পদ্ধতিতেও বিড দাখিল করা যেতে
পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, ১৫ বছর মেয়াদী বিজিটিবি বন্ডের
জন্য বার্ষিক হারে কুপন অথবা মুনাফা ষান্মাসিক ভিত্তিতে পরিশোধ্য হবে বলে জানা
গেছে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন