সদ্য প্রাথমিক গণ প্রস্তাব প্রক্রিয়া শেষ করে আসা ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড এর লেনদেন আগামী মঙ্গলবার থেকে উভয় স্টক এক্সচেঞ্জ এ শুরু হতে যাচ্ছে।
"এন" ক্যাটাগরির আওতায় উভয় স্টক এক্সচেঞ্জ এ এই কোম্পানির ট্রেডিং কোড হবে "FAMILYTEX", ডিএসই কোম্পানি কোড # ১৭৪৫৭ এবং সিএসই ট্রেডিং কোড # ১২০৪৫।
ডিএসই এবং সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ১২ই জুন ডিএসই কোম্পানিটিকে তালিকা ভুক্তির অনুমতি দেয়।
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মুল্যে ৩.৪০ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৩৪ কোটি টাকা উত্তোলন করে। আইপিও পূর্ববর্তী কোম্পানিটির পরিশোধিত মূলধনের ১০৫ কোটি ৬লাখ টাকা। আইপিও পরবর্তী পরিশোধিত মূলধনের পরিমান হবে ১৩৯ কোটি ৬ লাখ টাকা।
কোম্পানিটির শেয়ারের অভিহিত মুল্য ১০ টাকা এবং মার্কেট লট ৫০০ শেয়ার। ৩১শে ডিসেম্বর ২০১১ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় ০.৯২ টাকা এবং সম্পদ মূল্য ১১.৮২ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার এর দায়িত্ব পালন করছে বানকো ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন