নতুন বীমা
কোম্পানি নিবন্ধনের শুনানি শুরু হয়েছে। চলবে
আগামী ২০ জুন পর্যন্ত। বীমা উন্নয়ন ও
নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) দফতরে শুনানি চলছে। সম্প্রতিআইডিআরএর
চেয়ারম্যান এম. শেফাক আহমেদের (একচ্যুয়ারি) সভাপতিত্বে বিশেষ একটি বৈঠকে আজ থেকে
শুনানির তারিখ নির্ধারণ করা হয়।
এর আগে নতুন বীমার জন্য আবেদন জমা দেয়ার তারিখ কয়েক দফা পিছিয়ে যায়।
জানা যায়, নতুন বীমা কোম্পানির জন্য মোট ৭৫টি
আবেদন জমা পড়েছে। আবেদন জমা
দেয়ার শেষ দিনেই অধিকাংশ আবেদন জমা পড়ে। এর
মধ্যে ৭০টির মতো আবেদন জীবন বীমা কোম্পানির বাকিগুলো সাধারণ বীমার জন্য।
আইডিআরএর সূত্রে জনা যায়, প্রতিদিন দুটি
পর্বে এই শুনানি অনুষ্ঠিত হবে। একটি
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং অপরটি দুপুর ২টা থেকে। বীমাকারীর নিবন্ধন প্রবিধানমালা-২০১৩ এর প্রবিধান ৪
এর বিধান অনুসারে দাখিলকৃত আবেদনগুলোর বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য এ
শুনানি হবে। কর্তৃপক্ষের
সিন্ধান্ত অনুযায়ী, শুনানিতে প্রত্যেক প্রস্তাবিত
কোম্পানির (সর্বোচ্চ) ২ জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন এবং শুনানি শেষে
কর্তৃপক্ষ রায় দেবেন। এর আগে নতুন
বীমা কোম্পানির অনুমোদন দিতে 'বীমাকারীর
নিবন্ধন প্রবিধানমালা-২০১৩ প্রবিধানটি গত ৩ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়। নিবন্ধনের গেজেট প্রকাশের পর গত ২০ ফেব্রুয়ারি থেকে
৩১ মার্চ পর্যন্ত নতুন বীমা কোম্পানি নিবন্ধনের জন্য আবেদনপত্র দাখিল করতে
আইডিআরএর পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়। কিন্তু
নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় সাড়া না পাওয়ায় এবং উদ্যোক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে
চতুর্থ দফায় ১৫ মে পর্যন্ত সময় বাড়ায় বীমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দেশে এখন সরকারি-বেসরকারি মিলে ৬২টি
কোম্পানি বীমাব্যবসা পরিচালনা করছে। এর
মধ্যে সরকারি বীমা প্রতিষ্ঠান রয়েছে দুটি। বেসরকারি
সাধারণ বীমা কোম্পানি রয়েছে ৪৩টি ও জীবন বীমা কোম্পানি রয়েছে ১৭টি। সর্বশেষ বেসরকারি খাতে বীমা কোম্পানির অনুমোদন দেয়া
হয় ২০০০ সালে। এ সময় মোট ৩০টি
কোম্পানির অনুমোদন দেয় সরকার। বেসরকারি
খাতে বীমা কোম্পানির অনুমোদন প্রথম দেয়া হয় ১৯৮৪ সালে।
শুনানির তারিখ ও সময় :
১৬ জুন সকাল : রূপসী বাংলা লাইফ ইন্সু্যুরেন্স কোম্পানি লিমিটেড (লি.),
বাংলাদেশ
ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি., বাংলা লাইফ
ইন্স্যুরেন্স লি., কর্ণফুলী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
লি., মহান বাংলা লাইফ ইন্স্যুরেন্স লি.,
ক্রিয়েটিভ
ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লি., জেনিথ ইসলামী
লাইফ ইন্স্যুরেন্স লি., ঢাকা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
কোম্পানি লি. ও মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
১৬ জুন দুপুর : ২টা থেকে যেসব কোম্পানির শুনানি হবে- কেপিটাল লাইফ
ইন্স্যুরেন্স লি., মক্কা লাইফ ইন্স্যুরেন্স লি.,
জনতা
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., লিজেন্ড
মিউচ্যুয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., বাংলাদেশ
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., ইউজিসি লাইফ
ইন্স্যুরেন্স কোম্পানি লি. ও প্রিতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
১৭ জুন সকাল : সাউথইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.,
হংকং
সাংহাই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., চার্টার্ড
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., আলফা ইসলামী
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., হেরিটেজ লাইফ
ইন্স্যুরেন্স কোম্পানি লি., স্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.,
সিটিজেন
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. ও সোনারগাঁ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.।
১৭ জুন দুপুর : শাপলা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.,
গ্যালাক্সি
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., সোনালি লাইফ
ইন্স্যুরেন্স কোম্পানি লি., বাংলাদেশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
লি., গ্রামীণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.,
আলিফ
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., সেন্ট্রাল লাইফ
ইন্স্যুরেন্স কোম্পানি লি. ও প্রেটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.।
১৮ জুন সকাল : এলায়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.,
ইউনিয়ন
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., এনআরবি গ্লোবাল
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., ইসলামী
স্ট্যান্ডার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., এমসি
ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., ডায়মন্ড
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., মর্ডান লাইফ
ইন্স্যুরেন্স কোম্পানি লি. ও এলআইসি ইন্ডিয়া।
১৮ জুন দুপুর : পিপলস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.,
গার্ডিয়ান
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., নিরাপদ লাইফ
ইন্স্যুরেন্স কোম্পানি লি., বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.,
কেস্টেল
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., তাইয়ো সামিট
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., স্বদেশ লাইফ
ইন্স্যুরেন্স কোম্পানি লি. ও যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.।
১৯ জুন সকাল : সিটি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.,
ডিজিটাল
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., বন্ধন লাইফ
ইন্স্যুরেন্স কোম্পানি লি., এজিসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.,
সিকদার
ইন্স্যুরেন্স কোম্পানি লি., সেনাকল্যাণ লাইফ ইন্স্যুরেন্স
কোম্পানি লি., সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লি.
ও একতা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.।
১৯ জুন দুপুর : এনআরবি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.,
প্রভিডেন্ড
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., বাংলাদেশ কো-অপারেটিভ
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., ইশান লাইফ
ইন্স্যুরেন্স কোম্পানি লি., জিইও লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.,
ট্রাস্ট
ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., সখী
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. ও ম্যাক্রো জীবন বীমা (লাইফ ইন্স্যুরেন্স) কোম্পানি
লি.।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন