৪ প্রতিষ্ঠানের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা
বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৩
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির উদ্যোক্তা পরিচালক নিজ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। এগুলো হলো- ওয়ান ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ন্যাশনাল হাউজিং। ওয়ান ব্যাংকের পরিচালক মিসেস ফরহাত ইয়াসমিন তার হাতে থাকা এ প্রতিষ্ঠানের ১ কোটি ২৪ লাখ ৫৪ হাজার ৪৭৫টি শেয়ারের মধ্যে ৬ লাখ শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। প্রাইম ফাইন্যান্সের করপোরেট উদ্যোক্তা মওসন্স লিমিটেড হাতে থাকা এ প্রতিষ্ঠানের ৭২ লাখ ৫৪ হাজার ৭৫২টি শেয়ারের মধ্যে ৫ লাখ শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা এস কে আবদুল মোমিন হাতে থাকা এ প্রতিষ্ঠানের ৯৫ হাজার ৫৪৬টি শেয়ারের মধ্যে ১০ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ন্যাশনাল হাউজিংয়ের উদ্যোক্তা মানিক মিয়া হাতে থাকা এ প্রতিষ্ঠানের ১ লাখ ৫৫ হাজার ১০০টি শেয়ারের মধ্যে ৭৫ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।
Tags:
Sale
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন