ওরিয়ন গ্রুপ ও বিশ্বখ্যাত ডাচ্ ব্যাংক ABN Amro Bank NV -এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় গত ৪ জুন। ওরিয়ন গ্রুপের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী ওরিয়ন গ্রুপের ৬৬০ মেগাওয়াট কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎ কেন্দ্রের অর্থায়নে মূল সমন্বয়কারী হিসেবেABN Amro Bank NV কাজ করবে।
ওরিয়ন গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব সালমান ওবায়দুল করিম এবংABN Amro Bank NV -এর পক্ষে মি. আরউইন জুন এবং মি. আরন্উড স্প্রেনজার্স এই স্বারক চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওবায়দুল করিম ও অন্যন্য উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যাংক এই প্রকল্পে অর্থায়নে আগ্রহ প্রকাশ করলেও ৪০০ বিলিয়ন ইউরোর অধিক অর্থায়ন ক্ষমতা সম্পন্নABN Amro Bank NV কে এই প্রকল্পে অর্থায়নের জন্য সবচেয়ে বেশি উপয্ক্তু হিসেবে নির্বাচন করে ওরিয়ন গ্রুপ।
এই প্রকল্পের মূল যন্ত্রাংশগুলি ক্রয় করা হবেGE USA, DOOSAN KOREA এবংALSTOM FRANCE হতে। ABN Amro Bank NV এই কাজে অর্থায়নের সহায়তা করার দরুন যন্ত্রাংশ প্রস্তুতকারক কোম্পানিগুলোর নিজ নিজ দেশেরCredit Agency (ECA) এবং অর্থায়নে ইচ্ছুক বৈদেশিক ব্যাংকগুলির সঙ্গে কাজ করে থাকবে। ওরিয়ন গ্রুপ একান্তভাবে বিশ্বাস করে যে, এই চু্ক্তি স্বাক্ষর জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এই সকল প্রকল্পের সফল সম্পাদনে একান্ত সহায়তা প্রদান করবে এবং একইভাবে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন খাতে বৈদেশিক অর্থায়নের পথ আরও সুগম করবে।
প্রেস বিজ্ঞপ্তি
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন