চলতি অর্থবছর অর্থনীতির বেশিরভাগ সূচকই সঠিকভাবে চলছে না বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান (সিপিডি)। সংস্থার মতে, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় সরকার যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সে লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে রয়েছে। জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আদায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগসহ অনেক সুচকে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় রয়েছে। গতকাল সোমবার সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত 'বাংলাদেশের অর্থনীতিতে বর্তমান চ্যালেঞ্জ' শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা অর্জিত হবে না। এছাড়া কৃষি খাতে প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা-ও অর্জিত হবে না। বেসরকারি খাতের বিনিয়োগ কমে যাওয়ায় অর্থনৈতিক দুর্বলতা প্রকাশ পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গত বছরের চেয়ে চলতি বছর বেসরকারি খাতের বিনিয়োগ এক শতাংশ কম হয়েছে। গত বছর এ হার ২০ শতাংশ থাকলেও চলতি বছর তা কমে ১৯ শতাংশ হয়েছে। এছাড়া বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও কমে (মার্চ পর্যন্ত) ১২.৭ শতাংশে নেমে এসেছে। অথচ চলতি বছর বেসরকারি খাতে ১৮ শতাংশ ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল।
তিনি বলেন, সরকারি বিনিয়োগ তুলনামূলক ভালো হয়েছে। ৬.৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে সরকারি বিনিয়োগ ৭.৯ শতাংশে উন্নীত হয়েছে। এছাড়া গত নয় মাসে বার্ষিক উন্নয়ন কমূসূচি ৪৯ শতাংশ বাস্তবায়িত হয়েছে। এবছর এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্খি ছিল। বছর শেষে এনবিআর লক্ষ্যমাত্রার চেয়ে তিন থেকে চার হাজার কোটি টাকা পিছিয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় বলেন, ব্যক্তি খাতের বিনিয়োগ গত ছয় বছরের মধ্যে এবার সর্বনিম্ন। এছাড়া অভ্যন্তরীণ সঞ্চয় বাড়ছে না। মোস্তাফিজুর রহমান বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০১৫ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে নিয়ে যাওয়ার যে আকঙ্খা রয়েছে, আমরা সেখানে যেতে পারছি না। তিনি বলেন, ঘাটতি বাজেট মেটাতে সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বেশি ঋণ নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মূল্যস্ফীতি কিছুটা কমেছে। খাদ্য মূল্যস্ফীতি কমার কারণে সার্বিক মূল্যস্ফীতির হার নিম্নমুখী রয়েছে। সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর দিকে নজর দেওয়ার আহবান জানান মোস্তাফিজুর রহমান।
কুইক রেন্টালের বিরোধিতা করে ড. মোস্তাফিজ বলেন, একদিকে সরকার ভর্তুকি দিচ্ছে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন