পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠনে সরকারের সম্মতি : প্রধান হবেন জেলা জজ
বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৩
একজন জেলা জজকে প্রধান করে পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠনে প্রাথমিক সম্মতি দিয়েছে সরকারের জন প্রশাসন মন্ত্রণালয়। ঢাকা বিভাগীয় শহরে এই ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। এ সংক্রান্ত জনবল ও বেতন কাঠামোও নির্ধারণ করেছে জন প্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সুপারিশে প্রাথমিক সম্মতি দিয়ে জন প্রশাসন মন্ত্রণালয় তা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর তা পুনরায় জন প্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় থেকে আদেশ জারী করা হলে ট্রাইব্যুনাল গঠন প্রক্রিয়া শুরু হবে।
এদিকে এ ট্রাইব্যুনালের খসড়া প্রবিধান তৈরির লক্ষে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে এ বিষয়ে গঠিত কমিটির মেয়াদ আরো ২ মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কমিটি সব কাজ শেষ করবে।
প্রসঙ্গত, ট্রাইব্যুনালের খসড়া প্রবিধান তৈরির লক্ষে বিএসইসি’র কমিশনার আব্দুস সালাম শিকদারের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয় গত ৬ মার্চ। কমিটিকে ৩০ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল সংক্রান্ত খসড়া প্রবিধান তৈরির সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে খসড়া তৈরি না করতে পারায় কমিটির সময় বাড়ানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বিএসইসি’র মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন ‘ট্রাইব্যুনাল কমিটির মেয়াদ জুলাই মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।’
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে জাতীয় সংসদে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) এ্যাক্ট; ২০১২ পাস হয়। এরপর ১০ ডিসেম্বর এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়। এই আইনে একজন জেলা জজ বা একজন অতিরিক্ত জেলা জজকে প্রধান করে পুঁজিবাজার ট্রাইব্যুনাল গঠনের বিধান করা হয়। সরকার জেলা জজ নিয়োগ দেবে।
Tags:
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন