পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) দশ লাখ ৫৭ হাজার আবেদন জমা পড়েছে। যা নির্ধারিত সীমার ৩৭ দশমিক ৭৫ বা প্রায় ৩৮ গুণ বেশী। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৭ মার্চ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) ৪৭৩তম কমিশন সভায় সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও আবেদন অনুমোদন দেয়া হয়। বিএসইসি অনুমোদন অনুসারে ২৬ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলে। তবে প্রবাসী বিনিয়োগকারীরা সুযোগ দেয়া হয় ৮ জুন পর্যন্ত।
সূত্রে জানা গেছে, কোম্পানির আইপিওতে সাধারণ ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছ থেকে ১০ লাখ এবং প্রবাসী বিনিয়োগকারীদের (এনআরবি) কাছ থেকে ৫৭ হাজার আবেদন জমা পড়েছে। তবে মিউচ্যুয়াল ফান্ড খাতে আবেদনের সংখ্যা জানা যায়নি। এ হিসাবে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির আইপিওতে ৩৭ দশমিক ৭৫ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানির আইপিওতে সাধারণ কোটায় ১৬ হাজার ৮০০টি, ক্ষতিগ্রস্ত কোটায় পাঁচ হাজার ৬০০টি, এনআরবি কোটায় দুই হাজার ৮০০টি এবং মিউচ্যুয়াল ফান্ড কোটায় দুই হাজার ৮০০টি লট বরাদ্দ দেয়া হবে। কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা উত্তোলন করবে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন