পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অধীনে আটটি মিউচ্যুয়াল ফান্ড লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়। আজ সোমবার আইসিবির সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির পর্ষদ সভায় লভ্যাংশ অনুমোদন করা হয়।
আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো: ফায়েকুজ্জামান লভ্যাংশ ঘোষণার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
আইসিবির মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৭০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর আগের বছরে এ ফান্ড লভ্যাংশ দিয়েছিল ৬০০ শতাংশ নগদ।
এছাড়া দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৩৭৫ শতাংশ নগদ আগের বছর ৩০০ শতাংশ নগদ , তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ২৪০ শতাংশ নগদ আগের বছর ২০০ শতাংশ, চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ২৪০ শতাংশ নগদ আগের বছর ১৮৫ শতাংশ নগদ , পঞ্চম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ২০০ শতাংশ নগদ আগের বছর ১৭০ শতাংশ নগদ , ষষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১০৫ শতাংশ নগদ আগের বছর দিয়েছিল ১০০ শতাংশ নগদ , সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১২০ শতাংশ নগদ আগের বছর দিয়েছিল ১১০ শতাংশ নগদ এবং অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১১০ শতাংশ নগদ আগের বছর দিয়েছিল ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন