বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড
এক্সচেঞ্জ কমিশন সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দ্বায়ে শ্যামল ইকুইটি
ম্যানেজমেন্ট লিমিটেডকে ৫ (পাঁচ) লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত গৃহীত
হয়েছে। কমিশনের ৪৮২তম সভায় আজ এই সিদ্ধান্ত গৃহীত হয়।
যে
সমস্ত কারনে শ্যামোল ইকুইটি কে জরিমানা করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য
হচ্ছে; একত্রে নগদ ৫ (পাঁচ) লাখ টাকার বেশী জমা নেয়া; মার্জিন চুক্তিপত্র
ছাড়া কাস্টমারের অ্যাকাউন্ট এ ঋণ সুবিধা প্রদান করা; ব্যবস্থাপনা পরিচালক
এবং পরিচালকদের কোডে মার্জিন ঋণ সুবিধা প্রদান করা; কাস্টমারের কাছ থেকে
গৃহীত অর্থ ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত হিসাবে জমা করা।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন