মালেকের সাবসিডিয়ারি কোম্পানির উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত
মঙ্গলবার, ১১ জুন, ২০১৩
মালেক স্পিনিংয়ের সাবসিডিয়ারী কোম্পানি তিতাস স্পিনিং অ্যান্ড ডেনিম কোম্পানি লিমিটেডের বোর্ড সভায় ডেনিম ফেব্রিকের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য প্রাক্কলিত ২০ কোটি টাকা ব্যয়ে ২৪টি রেপিয়ার লুম মেশিন এবং ১২টি এয়ার জেট লুম মেশিন স্থাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত বিএমআরই এর ফলে কোম্পানির বাৎসরিক উৎপাদন ক্ষমতা ৪০ লাখ গজ হতে ৭৫ লাখ গজে উন্নিত হবে। প্রাক্কলিত বিনিয়োগ ২০ কোটি টাকা ব্যাংক হতে টার্ম লোন গ্রহণের মাধ্যমে করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
Tags:
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন