পরবর্তী ছয় মাসের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে যুক্ত হতে যাচ্ছে ৪টি নতুন মুখ। সোমবার সদস্যদের সরাসটি ভোটে ডিএসইতে ৪জন পরিচালক নির্বাচিত করা হয়েছে। এরা হলেন- শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসাইন , বিঅ্যান্ডবি এন্টারপ্রাইজের আজিজুল হক ,মর্ডান সিকিউরিটিজের খুজিস্তা নূর-ই- নাহরিন, শাহেদ সিকিউরিটিজের আবদুল খালেক শাহেদ ।
শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসেন ১৪৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন। এরপর ভোট পেয়েছেন বিঅ্যান্ডবি এন্টারপ্রাইজের আজিজুল হক ১৪৪ ভোট ,মর্ডান সিকিউরিটিজের খুজিস্তা নূর-ই- নাহরিন ১২৯ ভোট আর শাহেদ সিকিউরিটিজের আবদুল খালেক শাহেদ ১০২ ভোট।
পরাজিত অপর প্রার্থীদের মধ্যে মঞ্জুর উদ্দিন আহমেদ ৮৮, লুৎফর রহমান বাদল ৮২, দস্তগির মোহাম্মদ আদিল ৬৪ এবং শামীম আফজাল ৩৩ ভোট পেয়েছেন।
ভোট গণনা শেষে রাতে নির্বাচত কমিশনার অধ্যাপক আবুল হাসেম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ডিএসইর কার্যলয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ২৪০ জন ভোটারের মধ্যে ২০০ জন ভোট দিয়েছেন।
ডিএসই’র নির্বাচনে এবারে অংশগ্রহণকারী ৮ প্রার্থী হলেন- লতিফ সিকিউরিটিজের লুৎফর রহমান বাদল, ডেসা সিকিউরিটিজের শামীম আফজাল, আদিল সিকিউরিটিজের দস্তগির মোহাম্মাদ আদিল, এম অ্যান্ড জেড সিকিউরিটিজের মঞ্জুর উদ্দিন আহমেদ, শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসাইন, মডার্ন সিকিউরিটিজের খুজিস্তা নূরই নাহরিন, বিঅ্যান্ডবি এন্টারপ্রাইজের আজিজুল হক, এবং শাহেদ সিকিউরিটিজের শাহেদ আবদুল খালেক।
২৪০ সদস্যের ভোটের মধ্যে ২০০টি ভোট কাস্ট করা হয়। এরমধ্যে ৩টি ভোট পদ্ধতিগত কারণে বাতিল হয় বলে ডিএসইর নির্বাচন কমিশন জানান
প্রসঙ্গত, ডিএসই’র পরিচালনা পর্ষদের মোট সদস্য সংখ্যা ২৪ জন। এর মধ্যে ১২ পরিচালক সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ১২ জন বিভিন্ন পর্যায় থেকে মনোনীত হন। নির্বাচিত পরিচালকদের মধ্যে প্রতিবছর ৪ জন অবসর গ্রহণ করেন এবং ওই চারটি পদে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিত সকল পরিচালকের ভোটে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচন করা হয়।
আগামী ১৫ জুন ডিএসই’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করা হবে।
মেয়াদ পূর্ণ হওয়ায় ডিএসইর বর্তমান সভাপতি রকিবুর রহমানসহ সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান, খাজা গোলাম রসূল এবং শরীফ আতাউর রহমান এ বছর অবসরে যাবেন। শূন্য পদ পূরণের জন্য এই চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হলো।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন